× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোহলি খেলবেন তাই লাইভ দেখানো হবে ম্যাচ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫ ১৩:৩১ পিএম

কোহলি খেলবেন তাই লাইভ দেখানো হবে ম্যাচ

এক যুগেরও বেশি সময় পর দিল্লির হয়ে রঞ্জি ট্রফিতে খেলবেন বিরাট কোহলি। তার আগে সাজসাজ রব দিল্লি-রেলওয়ে ম্যাচের ভেন্যুজুড়ে। কোহলির ফেরাকে স্মরণীয় করে রাখতে দিল্লির ম্যাচটি সরাসরি সম্প্রচারের সিদ্ধান্তও নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ হারে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে ছিটকে গিয়েছিল ভারত। সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের কারণে ভারতীয় জাতীয় দলের ক্রিকেটারদের ঘরোয়া লিগে খেলা বাধ্যতামূলক করেছে বোর্ড। তাতেই এক যুগ পর রঞ্জিতে ফিরেছেন জাতীয় দলের অনেকেই।

রোহিত-জাদেজাদের মতো রঞ্জির ম্যাচে মাঠে নামবেন কোহলিও। দিল্লির হয়ে এরই মাঝে অনুশীলনও শুরু করেছেন। অনুশীলনকে ঘিরে মাঠে পুরোটা সময়ই উৎসুক জনতার ভিড় দেখা গেছে। দিল্লি-রেলওয়ে ম্যাচেও প্রচুর দর্শক সমাগমের আশা করা হচ্ছে।

রঞ্জির প্রতি রাউন্ডের একটি বড় ম্যাচ টিভিতে সরাসরি দেখানো হয়, অন্য দুটি বড় ম্যাচ সরাসরি স্ট্রিমিং করা হয়। এই রাউন্ডের বড় তিন ম্যাচের তালিকায় ছিল না দিল্লির নাম। তবে কোহলির খেলার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে এই ম্যাচ।

ভারতের একাধিক সংবাদমাধ্যম বলছেন, দিল্লির ম্যাচটি জিও সিনেমা সরাসরি সম্প্রচার করবে। একই সাথে দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে, রেলওয়ের বিপক্ষে এই ম্যাচে থাকছে না কোনো টিকিট। টিকিট না থাকায় দর্শক সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে যাবে বলেও আশা করছেন তারা।

আগামী ৩০ জানুয়ারি দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে সকাল ১০টায় মাঠে নামবে দিল্লি-রেলওয়ে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা