প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫ ১১:৫১ এএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫ ১২:০৫ পিএম
লেস্টার সিটি ছেড়ে হামজা চৌধুরীর এখন নতুন ঠিকানা শেফিল্ড ইউনাইটেড। যদিও তার সঙ্গে লেস্টার সিটির চুক্তির এখন আড়াই বছর বাকি। তবে চলতি মৌসুমে ম্যাচ খেলার তেমন সুযোগই হচ্ছে না হামজার।
এর মধ্যে নতুন ক্লাবে যোগ দিয়ে বেশ উচ্ছ্বসিত হামজা। ক্লাবের ওয়েবসাইটে বাংলাদেশি বংশোদ্ভূত এ মিডফিল্ডার বলেছেন, ‘কয়েক সপ্তাহ ধরেই এটা চলছে, কিন্তু এখানে আসতে পেরে ও খেলার জন্য প্রস্তুত হয়ে এখন খুশি।’ ক্লাবও হামজাকে নিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেছে। ক্যাপশনে লিখেছে, ‘বাংলাদেশি ব্লেড’। শেফিল্ড ইউনাইটেডের নিকনেম দ্য ব্লেডস।
হামজা অবশ্য এখনও বাংলাদেশের হয়ে মাঠে নামেননি। ১৯ ডিসেম্বর ফিফা বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলার ছাড়পত্র দিয়েছে। সব ঠিক থাকলে ২৫ মার্চ ভারতের বিপক্ষে অভিষেক হতে পারে হামজার। এশিয়ান কাপ বাছাইয়ের এ ম্যাচটি ভারতে হবে, আর সম্ভাব্য ভেন্যু শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়াম।