প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫ ১১:৩৯ এএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫ ১১:৫৪ এএম
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ অ্যালারডাইস পদত্যাগ করেছেন। ক্রিকেট বিশ্বে একটি আলোচিত নাম হিসেবে পরিচিত এ ক্রিকেট প্রশাসকের হঠাৎ পদত্যাগ অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। আইসিসি গতকাল বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
কেন অ্যালারডাইস পদত্যাগ করেছেন, সেটা জানায়নি আইসিসি। তবে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ অ্যালারডাইসের হঠাৎ পদত্যাগের বিষয়ে প্রতিবেদনে লিখেছে, কিছু সমালোচিত ঘটনার কারণে হয়তো তিনি সরে গেছেন। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন এবং চ্যাম্পিয়নস ট্রফির সূচি ও ভেন্যু চূড়ান্ত করতে আইসিসির দেরি করার ঘটনাও তার হঠাৎ পদত্যাগের কারণ হতে পারে।
২০১২ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) অপারেশনস ম্যানেজারের দায়িত্ব ছেড়ে মহাব্যবস্থাপক হিসেবে অ্যালারডাইস এসেছিলেন আইসিসিতে। ২০২১ সালের নভেম্বরে তার প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব শুরু। এক যুগের বেশি সময় থাকার পর অবশেষে আইসিসির সঙ্গে তার সম্পর্কের ইতি ঘটল। দীর্ঘ সময় আইসিসিতে থাকা অ্যালারডাইসকে ধন্যবাদ জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান জয় শাহ।
আইসিসির প্রচারিত বিবৃতিতে অ্যালারডাইস বলেন, ‘আইসিসির প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করা অনেক সম্মানের। বিগত ১৩ বছর আমাকে সমর্থন ও সহযোগিতা করায় আইসিসির চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ এবং গোটা ক্রিকেট সম্প্রদায়কে ধন্যবাদ জানাচ্ছি। পদত্যাগ করার এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে এটাই সঠিক সময় বলে মনে করছি। ক্রিকেটের জন্য রোমাঞ্চকর সময় অপেক্ষা করছে বলে আমি আত্মবিশ্বাসী। আইসিসি ও ক্রিকেট বিশ্বের সফলতা কামনা করছি।’