প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫ ১০:১৬ এএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫ ১১:৩৮ এএম
শেষলগ্নে বিপিএল হয়ে উঠেছে দারুণ জমজমাট। প্লে-অফের লড়াইটাও একদম জমে ক্ষীর। সাত দলের মধ্যে শুধু সিলেট স্ট্রাইকার্সের বিদায় নিশ্চিত হয়েছে। বাকি ছয় দলের মধ্যে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে।
বাকি দুই জায়গার জন্য লড়াইয়ে আছে চারটি দল— চট্টগ্রাম কিংস, খুলনা টাইগার্স, দুর্বার রাজশাহী ও ঢাকা ক্যাপিটালস। সঙ্গে ঝুলে আছে সেরা দুই দলের সমীকরণও।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বুধবার বেলা ১টা ৩০ মিনিটে বিপিএলের একাদশ আসরের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামবে রংপুর রাইডার্স এবং চিটাগং কিংস। সন্ধ্যা সাড়ে ৬টায় পরের ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের বিপক্ষে লড়াইয়ে নামবে ঢাকা ক্যাপিটালস। খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক চ্যানেল টি-স্পোর্টস।
এবারের আসরে এখন পর্যন্ত ১০ ম্যাচে সমান ১৬ পয়েন্ট নিয়ে রংপুরের সঙ্গে বরিশাল প্লে-অফ নিশ্চিত করেছে। লিগ পর্বের সব ম্যাচ শেষ করা রাজশাহী ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে উঠে এসেছে। নয় ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চিটাগংয়ের অবস্থান ৪-এ। তাদের থেকে এক ম্যাচ বেশি খেলা খুলনা ৮ পয়েন্ট নিয়ে আছে ৫-এ। ১০ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠস্থানে ঢাকা। আর সিলেট ৪ পয়েন্ট নিয়ে আছে তলানিতে।
আজ চট্টগ্রামের বিপক্ষে রংপুর জিতে গেলে নিশ্চিত হয়ে যাবে রংপুর এবং বরিশালের প্রথম কোয়ালিফায়ারে খেলা। তবে চিটাগং জিতে গেলে তাদের সামনেও সুযোগ থাকবে। তখন বাকি দুই ম্যাচে সিলেট স্ট্রাইকার্স এবং বরিশালকে হারাতে হবে চিটাগংকে। পাশাপাশি বরিশাল ও রংপুরের মধ্যে যেকোনো একটি দলকে হারতে হবে নিজেদের বাকি দুই ম্যাচের সব ম্যাচ। দুই দলই হেরে গেলে আরও ভালো।
তখন সমান ১৬ পয়েন্ট পাওয়া তিন দলের মধ্যে নেট রান রেটে এগিয়ে থাকা দুই দল যাবে কোয়ালিফায়ারে। বাকি তিন ম্যাচের দুটি জিততে পারলে নিশ্চিত হবে বর্তমানে ৪ নম্বরে থাকা চিটাগংয়ের প্লে-অফ। একটি জিতলেও সুযোগ থাকবে, তবে সে ক্ষেত্রে নেট রান রেটে দুর্বার রাজশাহীর চেয়ে পিছিয়ে না পড়লেই চলবে। লিগ পর্বে আর কোনো ম্যাচ না থাকায় রাজশাহীকে প্লে-অফে যেতে হলে তাই খুলনার হার কামনা করতে হবে।
পঞ্চম স্থানে থাকা খুলনা টাইগার্সের বাকি আছে দুই ম্যাচ। দুটিতেই জিততে পারলে নিশ্চিত প্লে-অফ। এক ম্যাচে জিতলেও সুযোগ আছে, সে ক্ষেত্রে চিটাগং কিংসকে হারতে হবে বাকি তিন ম্যাচ। অন্যদিকে ঢাকা ক্যাপিটালসের ভাগ্য ঝুলছে সুতোয়। নিজেদের বাকি দুই ম্যাচ তাদের জিততে তো হবেই, সেই সঙ্গে প্রার্থনা করতে হবে চিটাগং এবং খুলনা যেন তাদের সব ম্যাচ হেরে যায়। জয়ের ব্যবধান বড় হলে নেট রান রেটে এগিয়ে থেকে প্লে-অফে যেতেও পারে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি। তবে সে সম্ভাবনা ক্ষীণ।
উপরোক্ত পর্যালোচনায় বিপিএলের শেষ মুহূর্তে বেশ ভালো লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। তাই হাজারো বিতর্ক থাকলেও দর্শক-সমর্থকরা নিশ্চিতভাবেই দেখতে চাইবেন জমজমাট, টানটান উত্তেজনাপূর্ণ ক্রিকেট।
পয়েন্ট টেবিল
দল ম্যাচ জয় হার পয়েন্ট নেট রান
রংপুর রাইডার্স ১০ ৮ ২ ১৬ ১.০৭০
ফরচুন বরিশাল ১০ ৮ ২ ১৬ ১.০৩৩
দুর্বার রাজশাহী ১২ ৬ ৬ ১২ -১.০৩০
চিটাগং কিংস ৯ ৫ ৪ ১০ ১.০৪৫
খুলনা টাইগার্স ১০ ৪ ৬ ৮ -০.১৭৫
ঢাকা ক্যাপিটালস ১০ ৩ ৭ ৬ -০.১৫৬
সিলেট স্ট্রাইকার্স ১১ ২ ৯ ৪ -১.৩৪০