× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুলতান টেস্ট

৩৪ বছর পর পাকিস্তানে জিতল ওয়েস্ট ইন্ডিজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫ ১৯:২৮ পিএম

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫ ১৯:৩১ পিএম

জোমেল ওয়ারিক্যানের বলে এভাবে স্ট্যাম্প উড়ে যায় মোহাম্মদ রিজওয়ানের

জোমেল ওয়ারিক্যানের বলে এভাবে স্ট্যাম্প উড়ে যায় মোহাম্মদ রিজওয়ানের

এ যেন নিজেদের ফাঁদে নিজেরাই আটকা পাকিস্তান। ব্যাটারদের জন্য বধ্যভূমি হয়ে ওঠা মুলতানের পিচে ফায়দা লুটল সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় টেস্টে স্বাগতিক পাকিস্তানকে ১২০ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতা নিয়ে মাঠ ছেড়েছে সফরকারীরা। তাতে পাকিস্তানের মাটিতে ৩৪ বছর কোনো টেস্ট জয়ের স্বাদ পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের মাটিতে ক্যারিবিয়ানরা সবশেষ টেস্ট জিতেছিল ১৯৯০ সালে। তারপর ১৯৯৭ ও ২০০৬ সালের সফরে ছিল জয়হীন।

মুলতান টেস্টে ওয়েস্ট ইন্ডিজের জয়ে সুখবর পেয়েছে বাংলাদেশ। ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপ এখনও শেষ হয়নি। তার আগেই নাজমুল হোসেন শান্তর দলে আনন্দ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এই প্রথম সপ্তম স্থান অর্জন করেছে লাল-সবুজের দল। আগের দুই চক্রে ৯ দলের মধ্যে নবম হয়েই চ্যাম্পিয়নশিপ শেষ করেছিল বাংলাদেশ। বাংলাদেশ দলের সপ্তম স্থান নিশ্চিত হয়েছে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হওয়াতে।

মুলতান টেস্ট যে তিন দিনেই শেষ হবে, এটা দ্বিতীয় দিনেই অনুমান করা যায়। ২৫৪ রানের লক্ষ্যে গত রবিবারই ৭৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। তৃতীয় দিন খেলতে নামে ৬ উইকেট নিয়ে। প্রয়োজন ছিল আরও ১৭৮ রানের। কিন্তু এই রান তাড়া করতে গিয়ে ৫৭ রানে বাকি ৬ উইকেট হারায় স্বাগতিক দল। ৪৪ ওভারে ১৩৩ রানে পাকিস্তানের ইনিংস শেষ হয়। ব্যাট হাতে সেভাবে দাঁড়াতেই পারেনি কেউ। সামান্য প্রতিরোধ গড়া রিজওয়ান ২৫ ও সালমান আগা ১৫ রান করতে পেরেছেন। প্রথম ইনিংসে ৪ উইকেট, দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট আর ব্যাট হাতে দুই ইনিংস মিলিয়ে ৫৪ রান করে ম্যাচসেরা হয়েছেন জোমেল ওয়ারিক্যান। আর দুই ম্যাচ মিলিয়ে ৮৫ রান ও ১৯ উইকেট নিয়ে সিরিজসেরাও ৩২ বছর বয়সি এই স্পিনার।

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের সর্বশেষ এই সিরিজে বড়সড় একটি রেকর্ডই গড়েছেন স্পিনাররা। দুই টেস্ট মিলিয়ে স্পিনাররা নিয়েছেন মোট ৬৯ উইকেট। যা এক সিরিজে সর্বোচ্চ। পেছনে পড়ে গেছে ২০২১ সালে শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ৬৭ উইকেট।

 সংক্ষিপ্ত স্কোর :
ওয়েস্ট ইন্ডিজ ১৬৩ (মোটি ৫৫, ওয়ারিক্যান ২৬*; নোমান ৬/৪১ ) ও ২৪৪ (ব্র্যাথওয়েট ৫২, ইমলাচ ৩৫, জাঙ্গো ৩০; সাজিদ ৪/৭৬, নোমান ৪/৮০)
পাকিস্তান ১৫৪ (রিজওয়ান ৪৯, শাকিল ৩২; ওয়ারিক্যান ৪/৪৩) ও ১৩৩ (বাবর ৩১, রিজওয়ান ২৫; ওয়ারিক্যান ৫/২৭)।
ম্যাচসেরা : জোমেল ওয়ারিক্যান
ফল : ওয়েস্ট ইন্ডিজ ১২০ রানে জয়ী।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা