মুলতান টেস্ট
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫ ১৯:২৮ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫ ১৯:৩১ পিএম
জোমেল ওয়ারিক্যানের বলে এভাবে স্ট্যাম্প উড়ে যায় মোহাম্মদ রিজওয়ানের
এ যেন নিজেদের ফাঁদে নিজেরাই আটকা পাকিস্তান। ব্যাটারদের জন্য বধ্যভূমি হয়ে ওঠা মুলতানের পিচে ফায়দা লুটল সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় টেস্টে স্বাগতিক পাকিস্তানকে ১২০ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতা নিয়ে মাঠ ছেড়েছে সফরকারীরা। তাতে পাকিস্তানের মাটিতে ৩৪ বছর কোনো টেস্ট জয়ের স্বাদ পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের মাটিতে ক্যারিবিয়ানরা সবশেষ টেস্ট জিতেছিল ১৯৯০ সালে। তারপর ১৯৯৭ ও ২০০৬ সালের সফরে ছিল জয়হীন।
মুলতান টেস্টে ওয়েস্ট ইন্ডিজের জয়ে সুখবর পেয়েছে বাংলাদেশ।
২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপ এখনও শেষ হয়নি। তার আগেই নাজমুল হোসেন শান্তর দলে
আনন্দ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এই প্রথম সপ্তম স্থান অর্জন করেছে লাল-সবুজের দল।
আগের দুই চক্রে ৯ দলের মধ্যে নবম হয়েই চ্যাম্পিয়নশিপ শেষ করেছিল বাংলাদেশ। বাংলাদেশ
দলের সপ্তম স্থান নিশ্চিত হয়েছে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের দুই ম্যাচের টেস্ট সিরিজ
১-১ সমতায় শেষ হওয়াতে।
মুলতান টেস্ট যে তিন দিনেই শেষ হবে, এটা দ্বিতীয় দিনেই
অনুমান করা যায়। ২৫৪ রানের লক্ষ্যে গত রবিবারই ৭৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান।
তৃতীয় দিন খেলতে নামে ৬ উইকেট নিয়ে। প্রয়োজন ছিল আরও ১৭৮ রানের। কিন্তু এই রান তাড়া
করতে গিয়ে ৫৭ রানে বাকি ৬ উইকেট হারায় স্বাগতিক দল। ৪৪ ওভারে ১৩৩ রানে পাকিস্তানের
ইনিংস শেষ হয়। ব্যাট হাতে সেভাবে দাঁড়াতেই পারেনি কেউ। সামান্য প্রতিরোধ গড়া রিজওয়ান
২৫ ও সালমান আগা ১৫ রান করতে পেরেছেন। প্রথম ইনিংসে ৪ উইকেট, দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট
আর ব্যাট হাতে দুই ইনিংস মিলিয়ে ৫৪ রান করে ম্যাচসেরা হয়েছেন জোমেল ওয়ারিক্যান। আর
দুই ম্যাচ মিলিয়ে ৮৫ রান ও ১৯ উইকেট নিয়ে সিরিজসেরাও ৩২ বছর বয়সি এই স্পিনার।
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের
সর্বশেষ এই সিরিজে বড়সড় একটি রেকর্ডই গড়েছেন স্পিনাররা। দুই টেস্ট মিলিয়ে স্পিনাররা
নিয়েছেন মোট ৬৯ উইকেট। যা এক সিরিজে সর্বোচ্চ। পেছনে পড়ে গেছে ২০২১ সালে শ্রীলঙ্কা-ওয়েস্ট
ইন্ডিজ সিরিজের ৬৭ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর :
ওয়েস্ট ইন্ডিজ ১৬৩ (মোটি ৫৫, ওয়ারিক্যান ২৬*; নোমান ৬/৪১ ) ও ২৪৪ (ব্র্যাথওয়েট ৫২, ইমলাচ ৩৫, জাঙ্গো ৩০; সাজিদ ৪/৭৬, নোমান ৪/৮০)
পাকিস্তান ১৫৪ (রিজওয়ান ৪৯, শাকিল ৩২; ওয়ারিক্যান ৪/৪৩) ও ১৩৩ (বাবর ৩১, রিজওয়ান ২৫; ওয়ারিক্যান ৫/২৭)।
ম্যাচসেরা : জোমেল ওয়ারিক্যান
ফল : ওয়েস্ট ইন্ডিজ ১২০ রানে জয়ী।