রুবেল রেহান
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫ ১৯:২০ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫ ১৯:২৭ পিএম
বিপিএলের চলতি মৌসুমে এখন পর্যন্ত তিনবার ম্যাচসেরা হয়েছেন আবাহনীর গোলরক্ষক মিতুল মারমা। ছবি : ফেসবুক
শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম লেগের খেলা। তবে ফেডারেশন কাপের খেলা চলবে আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারিতে দলবদলের মধ্যেই হবে বিপিএলের আরও দুই রাউন্ডের খেলা। প্রথম লেগের খেলা শেষে অবশ্য পয়েন্ট টেবিলে এগিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব। শিরোপার রেসে আছে ঢাকা আবাহনীসহ আরও কয়েকটি ক্লাব। এর মধ্যেই দেখে নেওয়া যাক পারফরম্যান্সের ভিত্তিতে প্রথম লেগ শেষে দেশি-বিদেশিরা কে কোথায়।
বিপিএলের ৯ রাউন্ড শেষ। এর মধ্যে লিগের সর্বশেষ ম্যাচে ফকিরেরপুল ইয়াংমেন্সের কাছে ১-০ গোলে হেরেছে মোহামেডান। লিগে এটিই তাদের প্রথম পয়েন্ট হারানো। পরের দিন অবশ্য সেই সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারেনি তাদেরই চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী। গোলশূন্য ড্র করেছে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে। তারপরও সাদা-কালোদের সঙ্গে আবাহনীর পয়েন্টের ব্যবধান স্রেফ দুই। লিগ শুরুর আগে দল গোছানো নিয়েই যে দলটি ছিল ভীষণ বিপদে, তারাই এখন শিরোপার অন্যতম দাবিদার। তাতে বড় অবদান রেখেছেন দলটির জাতীয় দলের গোলরক্ষক মিতুল মারমা। ৯ ম্যাচের মধ্যে ৮টিতেই নিজেদের জাল অক্ষত রেখেছে মারুফুল হকের দল। তাতে ৭বার ক্লিনশিট রেখে অবদান রেখেছেন মিতুল। এ নিয়ে সোমবার প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেছেন, ‘আসলে মেইন কথা হচ্ছে- শুরু থেকেই আমরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে আমাদের প্রত্যেকের জায়গা থেকেই শতভাগ দিব, যেহেতু এবার আমাদের দলে কোনো বিদেশি নেই। তো আমি বলব ক্লিনশিট রাখায় কেবল আমার অবদানই নয়, আমি মনে করি এর কৃতিত্ব পাবেন প্রত্যেকেই। আমরা সবাই সবাইকে সাপোর্ট করি। মাঠে আমরা সবাই বন্ধুসুলভ থাকি, তো এটাই আমাদের ভালো করার কারণ।’
সেরা ৫ গোলদাতা (প্রথম লেগ শেষে)
নাম গোল ক্লাব
স্যামুয়েল বোয়েটেং ১১ রহমতগঞ্জ
আল আমিন ৭ পুলিশ এফসি
এমানুয়েল সানডে ৬ মোহামেডানশেখ সেনে ৬ ব্রাদার্স
সুলেমান দিয়াবাতে ৬ মোহামেডান
সেরা তিন ক্লিনশিট (গোলরক্ষক)
নাম ম্যাচ ক্লাব
মিতুল মারমা ৭ আবাহনী
সাকিব আল হাসান ৩ মোহামেডান
সরোয়ার জাহান ৩ ফর্টিস
এবারের মৌসুমে একমাত্র ক্লাব আবাহনীই, যারা কোনো বিদেশি ছাড়া এখন পর্যন্ত খেলছে। মৌসুম শুরুর আগে আবাহনী এমন পারফরম্যান্স দেখাবে সেটি হয়তো অনেকেই ভাবেননি। এমনকি আবাহনীর গোলরক্ষকও এ নিয়ে কথা বলেছেন; তার কাছে এই বিষয়টি বেশ ‘ইন্টারেস্টিং’ লেগেছে, ‘আসলে কোচ আমাদের আগে থেকেই বলে এসেছেন যে আমাদের কোনো ফরেইন খেলোয়াড় নেই, তো সবাইকে দায়িত্ব নিয়ে খেলতে হবে, প্রত্যেকটি ম্যাচ আন্তর্জাতিক ম্যাচ ভেবে খেলতে হবে। আমরা তার কথা অনুসরণ করেছি।’ এরপর জানালেন যে অনেক অনেক কথা বললেও মিতুলের লক্ষ্য শিরোপা জেতার। সেই লক্ষ্যে এখন পর্যন্ত ভালোভাবেই টিকে আছে ধানমন্ডিপাড়ার ক্লাবটি।
লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোল করার তালিকায় অবশ্য একজন বিদেশি (রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ড অ্যান্ড সোসাইটির স্যামুয়েল বোয়েটেং)। ঘানার এই ফরোয়ার্ড গোল করেছেন ১১টি। তবে দ্বিতীয় সর্বোচ্চ ৭ গোল আছে বাংলাদেশ পুলিশ এফসির লোকাল ফুটবলার আল আমিনের। তার পা থেকে এসেছে সাত গোল। সেরা পাঁচে জায়গা পাওয়া একমাত্র বাংলাদেশি তিনি। ৫ গোল নিয়ে দেশিদের মধ্যে দুইয়ে বসুন্ধরা কিংসের রাকিব হোসেন ও রহমতগঞ্জের নাবিব নেওয়াজ জীবন। গত লিগের প্রথম পর্বে রাকিব ৬ গোল করেছিলেন। সব মিলিয়ে লিগে সর্বোচ্চ গোলের তালিকায় দুইয়ে থেকে বেশ খুশি আল আমিন, ‘সব মিলিয়ে খুশি, লিগ শুরুর আগে আশা ছিল প্রথম পর্ব শেষে অন্তত ৭-৮ টা গোল করব, আমি সাকসেস। চেষ্টা করব এটা ধরে রাখতে। মৌসুমের এখনও অনেক ম্যাচ বাকি, আশা করি পরের ম্যাচগুলোতেও গোল পাব।’ আল আমিনের ক্লাব বাংলাদেশ পুলিশ এফসি অবশ্য নেই পয়েন্ট টেবিলের সেরা পাঁচের মধ্যে। ৯ ম্যাচে ৩ জয়, এক ড্র এবং ৫ হারে ১০ পয়েন্ট তাদের।