প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫ ১৭:১৭ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫ ১৮:৪৪ পিএম
ছবি: আ. ই. আলীম
প্লে-অফ নিশ্চিত হওয়া ফরচুন বরিশালের সামনে সুযোগ ছিল শীর্ষে থাকা রংপুর রাইডার্সকে ধরে ফেলার। অন্যদিকে খুলনা টাইগার্সের জন্য ম্যাচটা প্লে-অফের লড়াইয়ে টিকে থাকার। খুলনার আশা ভেঙে সুযোগটা কাজে লাগিয়েছে বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। মেহেদি হাসান মিরাজের দলকে ৫ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রংপুরের দলকে ছুঁয়ে ফেলেছে তামিম ইকবালের দল।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার বিপিএলের ৩৫তম ম্যাচে খুলনা টাইগার্সের ১৮৭ রানের বড় সংগ্রহ ৫ বল ও ৫ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় ফরচুম বরিশাল। এই জয়ে রংপুরের সমান ১০ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট বরিশালেরও। কিন্তু নেট রান রেটে পিছিয়ে থাকায় দুইয়েই থাকল তারা। আর ১০ ম্যাচে ষষ্ঠ হারে প্লে-অফের আশা খানিকটা কঠিন করে ফেলল মিরাজের খুলনা।
রংপুরের দেয়া ১৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই তাওহীদ হৃদয়ের উইকেট হারায় বরিশাল। আসরে শুরু থেকেই ফর্মহীনতায় থাকা এই ব্যাটার আবু হায়দার রনির বলে আউট হওয়ার আগে ৭ বলে ১টি করে চার-ছক্কায় ১১ রান করেন। এরপর দারুণ এক জুটি গড়েন তামিম ইকবাল ও ডেভিড মালান। দ্বিতীয় উইকেটে ৬২ বলে ৮৯ রান যোগ করে দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যান তারা।
১১তম ওভারের পঞ্চম বলে তামিমকে আউট করে এই জুটি ভাঙেন পেসার সালমান ইরশাদ। ২৫ বলে ১ চার ও ২ ছয়ে ২৭ রান করে আফিফ হোসেন ধ্রুবর দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফেরেন বরিশালের অধিনায়ক। তার আগে ২৯ বলে অর্ধশতক তুলে নেন মালান। এই ইংলিশ ব্যাটার ১৩তম ওভারে সেই আফিফের শিকারে পরিনত হন। নাঈম শেখের হাতে ক্যাচ দিয়ে থামে তার ৩৭ বলে ৮ চার ও ৩ ছয়ে ৬৩ রানের ইনিংস।
এরপর মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ সেট হয়েও বড় রান করতে পারেননি। ১৭তম ওভারে দুজনকেই সাজঘরে পাঠিয়ে ম্যাচ জমিয়ে তোলে খুলনা। মাহমুদুল হাসান জয়ের সরাসরি থ্রোয়ে রানআউটে কাটা পড়েন ১৩ বলে ১ চার ও ২ ছয়ে ২৪ রান করা রিয়াদ। মুশফিকও ১৭ বলে ২ ছয়ে ২৪ রান করে আবু হায়দারের শিকারে পরিণত হন। তবে ফাহিম আশরাফ ৬ বলে ১ চার ও ২ ছয়ে ১৮ এবং মোহাম্মদ নবি১০ বলে ১৫ রান করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।
এর আগে টস হেরে আগে ব্যাট করা খুলনা নাঈম শেখের ঝড়ো হাফ সেঞ্চুরিতে ৫ উইকেট হারিয়ে ১৮৭ রানের সংগ্রহ পায়। ২৭ বলে ৫ চার ও ৩ ছয়ে ৫১ রান করেন এই ওপেনার। এছাড়া আফিফ ২৭ বলে ৩২, অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ১৮ বলে ২৯ এবং শেষদিকে মাহিদুল ইসলাম অঙ্কন ১২ বলে ২৭ রান করেন। ফাহিম আশরাফ ৪ ওভারে ৪৫ রানে ২টি উইকেট শিকার করেন। এছাড়া জেমস ফুলার, এবাদত হোসেন এবং মোহাম্মদ নবি ১টি করে উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর
খুলনা টাইগার্স: ২০ ওভারে ১৮৭/৫ (মিরাজ ২৯, নাঈম ৫১, আফিফ ৩২, মাহিদুল ২৭*; ফুলার ১/৩২, নবি ১/২২, ইবাদত ১/৪৫, ফাহিম ২/৪৯)
ফরচুন বরিশাল : ১৯.১ ওভারে ১৮৮/৫ (তামিম ২৭, মালান ৬৩, মুশফিক ২৪, মাহমুদউল্লাহ ২৪; আবু হায়দার ২/৩৫, ইরশাদ ১/২১, আফিফ ১/১৩)
ফল: ফরচুন বরিশাল ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: ডেভিড মালান।