প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫ ১৬:৫০ পিএম
ঢাকা থেকে সিলেট-চট্টগ্রাম ঘুরে ঢাকায় বিপিএল এখন শেষের পথে। ইতোমধ্যে দুটি দল নিশ্চিত করেছে প্লে-অফ। শেষ চারের ওই মঞ্চ সামনে রেখে তারকা ক্রিকেটারদের দলে ভেড়ানো পথে হাঁটছে ফ্রাঞ্চাইজিগুলো। দেখা যেতে পারে ডেভিড ওয়ার্নার ও সুনীল নারিনের মতো বড় তারকাদের।
আগের তিন বিদেশি ইফতিখার আহমেদ, খুশদিল শাহ ও আকিফ জাভেদকে রেখে অস্ট্রেলিয়ার টিম ডেভিডকে চূড়ান্ত করে ফেলেছে রংপুর রাইডার্স। ফ্র্যাঞ্চাইজিটির একটি সূত্র জানিয়েছে, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার এবং ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিনের সঙ্গেও চুক্তির আনুষ্ঠানিকতা সেরে ফেলা হয়েছে।
তবে কোন সময়ে কাকে আনা হবে, সেটি ঠিক হবে পয়েন্ট টেবিলে দলের অবস্থান বুঝে। বিপিএলে সব মিলিয়ে ৭ ম্যাচ খেলেছেন ওয়ার্নার। তাও খেলেছেন ২০১৯ সালে। ৬ বছর পর অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটারের বিপিএলে আসার খবর শোনা যাচ্ছে।