× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়ানডেতে বর্ষসেরা আফগান তারকা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫ ১৬:৩৬ পিএম

ওয়ানডেতে বর্ষসেরা আফগান তারকা

২০২৪ সালের সেরা ওয়ানডে পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন আফগানিস্তানের অলরাউন্ডার আজমাতুল্লাহ ওমারজাই। নারীদের বিভাগে এই পুরস্কার গেছে ভারতীয় টপ অর্ডার ব্যাটার স্মৃতি মান্ধানার ঘরে।

পেস বোলিংয়ের পাশাপাশি আগ্রাসী ব্যাটিংয়ে গত বছরজুড়ে ওয়ানডেতে দারুণ ছন্দে ছিলেন ওমারজাই। গত বছর ওয়ানডেতে আফগানিস্তানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান ও দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকার করেছেন এই তারকা। ব্যাটিংয়ে তার চেয়ে এগিয়ে কেবল রাহমানুল্লাহ গুরবাজ, আর বোলিংয়ে এএম গজনফর। ওমারজাইয়ের দুরন্ত ফর্মের অবদানে ২০২৪ সালে খেলা পাঁচটি ওয়ানডে সিরিজের চারটিতেই জেতে আফগানরা। 

১৪ ম্যাচ থেকে ৪১৭ রান করার পাশাপাশি ১৭ উইকেট শিকার করেছেন ওমারজাই। ৫২.১২ গড়ে ব্যাটিং ও ২০.৪৭ গড়ে বোলিং করেছেন তিনি। এর ফলে ওয়ানডেতে আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও জিম্বাবুয়েকে টানা হারায় আফগানিস্তান। 

নারীদের সেরা ওয়ানডে ক্রিকেটার মান্ধানা গত বছর ব্যাটে রানের বন্যা বইয়ে দিয়েছেন। ২০২৪ সালে ১৩ ইনিংস থেকেই বছরের সর্বোচ্চ ৭৪৭ রান তুলে নিয়েছেন ২০১৮ ও ২০২২ সালের বর্ষসেরা এই নারী ক্রিকেটার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা