× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএল

বিতর্কের বৃত্তেই বন্দি রাজশাহী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫ ১৩:১৩ পিএম

বিতর্কের বৃত্তেই বন্দি রাজশাহী

বিপিএল মানেই বিতর্ক। প্রতি আসরেই অদ্ভুত সব ঘটনা দিয়ে শেষ হয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এবার যেন সবকিছুকে ছাড়িয়ে গেল বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসরটি। খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যুতে আগের আসরগুলোতেও কমবেশি সমালোচনা ছিল। কিন্তু এবার রাজশাহী ফ্র্যাঞ্চাইজির পেশাদারত্বের অভাব প্রকটভাবেই ফুটে উঠেছে। এমনই অবস্থা যে কয়েক দফা পদক্ষেপ নিয়ে তাদের ক্রিকেটাররা একবার অনুশীলন বয়কট করেছেন। এবার তো ম্যাচ বয়কটের হুমকিই দিয়েছিলেন। তবে স্থানীয় ক্রিকেটারদের বুঝিয়ে শুনিয়ে মাঠে আনা গেলেও বিদেশিদের মাঠে আনতে পারেনি দলটির কর্ণধার ভ্যালেন্টাইন গ্রুপ। ফলে একাদশে সব স্থানীয় ক্রিকেটারদের নিয়েই মাঠে নামতে হয়েছে রাজশাহীকে। যা বিপিএলের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। 

বিপিএলের বাইলজের নিয়ম অনুযায়ী, ‘কোনো দল একাদশে অন্তত দুজন বিদেশি ক্রিকেটার ছাড়া খেলতে নামতে পারবে না। তবে ‘কারণ’ দেখাতে পারলে এ নিয়ম শিথিলযোগ্য হিসেবে গণ্য হবে।’ ওই সুযোগ কাজে লাগিয়েই শেষ অবধি একাদশ সাজিয়ে গতকাল রবিবার রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামে রাজশাহী। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির মিডিয়া বিভাগ জানিয়েছে, বিদেশি ক্রিকেটাররা এভেইলেবল না থাকায় শুধু দেশিদের নিয়ে খেলার আবেদন করে রাজশাহী। এর প্রেক্ষিতে সেটি মঞ্জুর করেছে বিপিএল টেকনিক্যাল কমিটি। 

বিপিএলের প্লেয়িং কন্ডিশনের ১.২.৮ ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিপিএলের শুরু থেকেই পারিশ্রমিক ইস্যুতে বিতর্ক তৈরি করে আসছে দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। দলটির মালিক ভ্যালেন্টাইন গ্রুপের চেয়ারম্যান শফিকুর রহমান কয়েক দফা ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধের অঙ্গীকার করেও তা দিতে পারেননি। চট্টগ্রাম পর্বের শুরুতে অনুশীলন বয়কট করে ২৫ শতাংশ পারিশ্রমিক পান। ঢাকা পর্বের আগে আরও ২৫ শতাংশ পাওয়ার কথা ছিল। তা না পেয়ে ক্রিকেটাররাও বিক্ষুব্ধ হয়ে ম্যাচ বয়কটের হুমকিই দিয়েছিলেন। পরে স্থানীয় ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ করলেও বিদেশি ক্রিকেটারদের টাকা দিতে ব্যর্থ হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তাতেই বেঁকে বসেছেন বিদেশিরা। তাতে করে বিশেষ ব্যবস্থায় স্থানীয় ক্রিকেটারদের নিয়েই মাঠে নামতে হয়েছে রাজশাহীকে। 

ম্যাচের আগে থেকেই গুঞ্জন চলছিল, রাজশাহীর ক্রিকেটাররা নাকি ম্যাচই খেলতে আসবেন না। অবশ্য ম্যাচের কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগমাধ্যমে খাম হাতে ছবি দেন এনামুল হক বিজয়। তারা পরে এসেছেন মাঠেও। তবে সন্ধ্যায় রংপুর রাইডার্সের বিপক্ষে খেলতে যখন রাজশাহীর টিম-বাস মাঠে আসে, তখনই বিদেশিদের না আসার বিষয়টি নিশ্চিত হয়ে যায়। সত্যে পরিণত হয়। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় টসের সময় অধিনায়ক তাসকিন আহমেদ একাদশে পরিবর্তনের প্রশ্নে বলেন, ‘আমাদের বেশ কিছু পরিবর্তন করতে হয়েছে। সব দেশি ক্রিকেটার খেলবেন, কোনো বিদেশি নেই। ’

 বিপিএলে প্রায় সব আসরই নানা বিতর্কে আলোচিত-সমালোচিত ছিল। কিন্তু এবার বিতর্কের সব সীমা যেন ছাড়িয়ে গেল। রাজশাহীর পারিশ্রমিক ইস্যুতে বিতর্ক ও অপেশাদার আচরণে ক্ষুব্ধ বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবিও। নব নির্বাচিত মিডিয়া বিভাগের চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু গতকাল মিরপুরে গণমাধ্যমকে বলেন, ‘বিদেশি ক্রিকেটার আসেনি, এটা নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। কী ধরনের সিদ্ধান্ত আসবে, সেটি বলতে পারছি না। কিন্তু কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত। আমরা ছাড় দিচ্ছি, খেলছে খেলুক। কিন্তু আমরা তো বিপিএলের মর্যাদা ক্ষুণ্ন হতে দিতে পারি না।’ 

পারিশ্রমিক ইস্যুতে কোনো বিদেশি ক্রিকেটার অভিযোগ করেছে কি না এমন প্রশ্নে মিঠু বলেছেন, ‘আমি এখনও জানি না কোনো বিদেশি অভিযোগ করেছে কি না।’ তবে যা ঘটছে তা খুবই দুঃখজনক। যোগ করেন, বোর্ড মিটিংয়েও এই বিষয়টি আলোচনায় এসেছে, সমস্যা চিহ্নিত করার বিষয়ে। কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন জিনিস দেখছি। দেশের পরিস্থিতির কথা চিন্তা করে একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিন্তু তাদের ওপরে বিশ্বাস করে খেলা শুরু করা হয়েছিল, তারা সেই বিশ্বাস রাখেনি। এখন সময় এসেছে আমাদের ব্যবস্থা নেওয়ার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা