প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫ ১২:২৫ পিএম
লেস্টার সিটি ছাড়ছেন হামজা চৌধুরী, এমন খবর আগেই বেরিয়েছে; এবার জানা গেল দলবদল চুক্তিও নাকি সম্পন করে ফেলেছেন তিনি। জনপ্রিয় ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন এমনটা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক টুইট করে রোমানো জানালেন, চ্যাম্পিয়শিপের দল শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে মৌখিকভাবে চুক্তি সম্পন্ন করেছে দুই পক্ষ। সেক্ষেত্রে আগামী জুন পর্যন্ত দ্য ব্লেডসদের জার্সিতে দেখা যাবে হামজাকে।
বেশ কিছুদিন ধরেই শেফিল্ড ইউনাইটেডের নজরে ছিলেন হামজা। এই চুক্তির জন্য বেশ মুখিয়েই ছিল গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমনের শিকার হওয়া দলটা। চুক্তি অনুযায়ী, চলতি মৌসুমের শেষ পর্যন্ত শেফিল্ডে ধারে খেলতে যাবেন হামজা। আর বেতনাদি পরিশোধ করবে শেফিল্ডই। রোমানোর সেই টুইট অনুযায়ী, আগামী এক সপ্তাহের মাঝে চূড়ান্ত হবে দলবদল।
ইংলিশ ফুটবলের কাঠামো অনুযায়ী, প্রথম বিভাগ চ্যাম্পিয়নশিপের ৩য় থেকে ৬ষ্ঠ স্থানে থাকা চারদল অংশ নেয় প্রিমিয়ার লিগ কোয়ালিফিকেশনে। আর শীর্ষ দুই দল সরাসরি চলে যাবে প্রিমিয়ার লিগে। শেফিল্ড আপাতত আছে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে। আর এই লিগে শীর্ষে আছে লিডস ইউনাইটেড।