বিপিএল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫ ১২:২৪ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫ ১২:২৫ পিএম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসর একান্তই নিজের করে নিয়েছেন তাসকিন আহমেদ। তা না হয় একজন পেসারের পক্ষে কিভাবে সম্ভব একের পর এক রেকর্ড গড়া কিংবা কীর্তি মাড়িয়ে যাওয়া। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৭ উইকেট তোলা ছাড়াও প্রায় প্রতিটি ম্যাচে প্রতিপক্ষ শিবিরে কাঁপন ধরাচ্ছেন তিনি। এবার সাকিব আল হাসানের একটি রেকর্ড ভেঙে ফেলেছেন দুর্বার রাজশাহীর ডানহাতি তারকা এই পেসার। এক মৌসুমে ২৪ উইকেট নিয়ে শীর্ষে এখন তাসকিন।
রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রাকিবুলকে আউট করে একাদশ আসরে ২৪তম উইকেটের মালিক হয়েছেন তাসকিন। ডানহাতি এই পেসার খেলতে নেমেছেন এবারের মৌসুমের ১১তম ম্যাচ। ২০১৯ সালের বিপিএলে বাঁহাতি অলরাউন্ডার সাকিব ঢাকা ডায়নামাইটসের হয়ে পেয়েছিলেন ২৩ উইকেট। তিনি সেবার খেলেছিলেন ১৫ ম্যাচ।
২০১৯ সালে সিলেট সিক্সার্সের হয়ে ২২ উইকেট নিয়েছিলেন তাসকিন। ওটাই ছিল তার সর্বোচ্চ উইকেট শিকার। এবার নিজেকে ছাড়িয়ে গেছেন, পাশাপাশি সাকিবকেও।
এক মৌসুমে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় তাসকিন। দ্বিতীয়তে সাকিব। এর পরে আছেন কেভিন কুপার। ক্যারিবিয়ান এই পেসার ৯ ম্যাচে ২২ উইকেট নিয়েছিলেন। ২০১৬ সালে চিটাগং কিংসের হয়ে এই কীর্তি গড়েছিলেন কুপার।