× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লা লিগা

ভ্যালেন্সিয়াকে গোলবন্যায় ভাসাল বার্সা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫ ১১:৪০ এএম

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫ ১২:৫৪ পিএম

ভ্যালেন্সিয়াকে গোলবন্যায় ভাসাল বার্সা

দুই হার ও দুই ড্রÑলা লিগায় সবশেষ চার ম্যাচে এই হলো বার্সেলোনার অর্জন। ফলে শিরোপার লড়াই থেকে পিছিয়ে পড়েছিল হান্সি ফ্লিকের দল। অবশ্যই জয়খরা কাটিয়েছে তারা, ঘুরে দাঁড়িয়েছে ভ্যালেন্সিয়ার বিপক্ষে।  রবিবার ফারমিন লোপেজের জোড়া গোল ও দুই অ্যাসিস্টে ভ্যালেন্সিয়াকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছেন কাতালুনিয়ারা।

অলিম্পিক লুইস কোম্পানিজ স্টেডিয়ামে পয়েন্ট খোয়ালে লা লিগার শিরোপা পুনরুদ্ধারের পথটা আরও কঠিন হয়ে পড়ত বার্সার জন্য। হয়তো এ ভাবনা থেকেই শুরু থেকে কড়া মেজাজে ছিলেন স্বাগতিকরা। এদিন বার্সার পাঁচ খেলোয়াড় করেছেন ৬ গোল, অন্য গোলটি আত্মঘাতী। দুর্দান্ত খেলা ফারমিন লোপেজের জোড়া গোলের পাশাপাশি স্কোরশিটে নাম লিখিয়েছেন ফ্রেঙ্কি ডি ইয়াং, ফেরান তোরেস, রাফিনিয়া এবং রবার্ট লেভানডভস্কি।

এদিন ম্যাচঘড়ির তিন মিনিটে ডি ইয়াং ডান পায়ের শটে জাল খুঁজে নেন। নিচু শট বাঁ দিক দিয়ে লক্ষ্যভেদ হয়। মিনিট পাঁচেক পর আলেজান্দ্রো বালদের থ্রু বলে ফেরান তোরেস ব্যবধান দ্বিগুণ করেন। ১৫ মিনিট যেতেই প্রতিপক্ষের রক্ষণের ভুলে ৩-০ করেন রাফিনিয়া। আর লোপেজ ২৪ মিনিটে চতুর্থ গোল করেন। বিরতির আগে ডান দিক থেকে তার জোরালো শটে পঞ্চম গোল পায় বার্সা।

বিরতির পর হুগো দুরো ভ্যালেন্সিয়ার হয়ে ১টি গোল শোধ দেন। তবে বার্সেলোনা ব্যবধান বাড়াতে থাকে। বদলি নেমে রবার্ট লেভানডভস্কি ৬ নম্বর গোল যোগ করেন। তারপর সিজার তেরেগার আত্মঘাতী গোলে বড় জয় পায় হ্যান্সি ফ্লিকের দল।

লা লিগায় বার্সেলোনা এর আগে সবশেষ জিতেছিল ৩ ডিসেম্বর, মায়োর্কার বিপক্ষে। এরপর দুই ড্র ও দুই হার।  লিগে দুই জয়ের মাঝের ৫৪ দিনে অবশ্য কোপা দেল রে, চ্যাম্পিয়নস লিগ ও স্প্যানিশ সুপার কাপে খেলা ছয় ম্যাচেই জিতেছে দলটি। আর দুর্দান্ত এ জয়ের পরও অবশ্য পয়েন্ট তালিকায় বার্সাকে ৩ নম্বরেই থাকতে হচ্ছে। ২১ ম্যাচ শেষে ১৩ জয়, ৩ ড্র ও ৫ হারে বার্সার পয়েন্ট ৪২। শীর্ষে থাকা রিয়ালের চেয়ে এখনও ৭ পয়েন্টে পিছিয়ে আছে তারা। সমান ম্যাচে ১৫ জয়, ৪ ড্র ও ২ হারে রিয়ালের পয়েন্ট ৪৯। আর ২-এ থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ২১ ম্যাচে ১৩ জয়, ৬ ড্র ও ২ হারে ৪৫।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা