প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫ ২০:১৫ পিএম
অনেক ইতিহাসের সাক্ষী মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। এখানেই সবশেষ ওয়ানডে বিশ্বকাপ জিতেছে মহেন্দ্র সিং ধোনির ভারত। কিংবদন্তি শচীন টেন্ডুলকারের বিদায়ী ম্যাচেও হয়েছিল এখানে। বহু স্বরণীয় ঘটনার সাক্ষী স্টেডিয়ামটি নিজেই গিনেস বুকে নাম তুলেছে।
ওয়াংখেড়ের ৫০তম জন্মদিনে বৃহস্পতিবার একটি বিশেষ আয়োজন করেছিল মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন। তারা বল দিয়ে লিখেছিল— ‘ফিফটি ইয়ার্স অব ওয়াংখেড়ে স্টেডিয়াম।’ এই বাক্যটি বানাতে ব্যবহার হয় ১৪,৫০৫টি ক্রিকেট বল। ২৭টি বর্ণর জন্য এই ১৪ হাজারের বেশি বল ব্যবহার করা হয়েছে।
উদযাপনের অংশ হিসেবে ১৯ জানুয়ারি ছিল প্রদর্শনী। সেদিন উপস্থিত ছিলেন শচীন টেন্ডুলকার, সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী, রোহিত শর্মার মতো সাবেক ও বর্তমান তারকা ক্রিকেটাররা।
সুবর্ণজয়ন্তী উপলক্ষে আরও কয়েকটি আয়োজন ছিল মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের। যেখানে উপস্থিত ছিল মুম্বাইয়ের ছেলে ও মেয়েদের দলের অধিনায়ক ও ১৯৭৪ সালে এই মাঠে খেলা মুম্বাইয়ের প্রথম ফার্স্ট ক্লাস ম্যাচের খেলোয়াড়েরা।