× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিতেও সন্তুষ্ট নন ইউনাইটেড কোচ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫ ১৯:৫৯ পিএম

জিতেও সন্তুষ্ট নন ইউনাইটেড কোচ

ম্যাচের ভাগ্য দুলছিল। একের পর এক শট নিয়েও জালের দেখা পাচ্ছিল না ম্যানচেস্টার ইউনাইটেড। স্কটল্যান্ডের দ্বিতীয় সারির রেঞ্জার্স এফসির বিপক্ষে গলদঘর্মই ছোঁটে। তবে যোগ করা সময়ে গোল পেয়ে ফাঁড়া কাটে। ইউরোপা লিগের খেলায় রেড ডেভিলরা পায় ২-১ গোলের জয়। অমন জয়ে অবশ্য খুশি নন  ইউনাইটেড কোচ রুবেন আমোরিম।

রেঞ্জার্সের বিপক্ষে স্বস্তির জয় পেলেও পুরোপুরি নির্ভার হওয়ার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। ম্যাচ শেষে ইউনাইটেডের কোচ আমোরিম বলেন, ‘ড্রয়ের যোগ্য ছিলাম না। এটা জেতারই কথা ছিল। খেলায় বেশ ভালো শুরু করেছিলাম। বলের দখল ভালো ছিল, কিন্তু কিছু বাজে পাস আর প্রতিপক্ষের কিছু আক্রমণে কয়েক মিনিটের জন্য নিয়ন্ত্রণ হারাই। তবে শেষ পর্যন্ত আমাদের জেতাই প্রাপ্য ছিল।’

দ্বিতীয়ার্ধে ক্রিশ্চিয়ান এরিকসেনের কর্নারে রেঞ্জার্সের গোলরক্ষক জ্যাক বাটল্যান্ডের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইউনাইটেড। ম্যাচের শেষদিকে হ্যারি ম্যাগুয়ারের ভুলে সমতায় ফেরে রেঞ্জার্স। যখন মনে হচ্ছিল, আবারও একটি হতাশাজনক ড্র দিয়ে শেষ হবে, তখনই ব্রুনো ফার্নান্দেজের নিখুঁত ফিনিশে রক্ষা পায় দলটি।

রেড ডেভিলদের কোচ আজকের জয়ের পর আশাবাদী তারা ফিরে আসবেন, ‘এখনো সেরা ছন্দে নেই। পরের ম্যাচে উন্নতির চেষ্টা করব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা