প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫ ১৯:০১ পিএম
কয়েকবার দেশের বাইরে খেলার সুযোগ পেয়েছিলেন। রিশাদ হোসেনের ভাগ্য সহায় হয়নি। কানাডা গ্লোবাল টি-টোয়েন্টির পর হাতছাড়া হয়েছে বিগ ব্যাশে খেলার সুযোগ। ফরচুন বরিশালের হয়ে বিপিএল মাতানো তারকা স্পিনারকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। প্রথমবার পাকিস্তান সুপার লিগে খেলতে যেতে উচ্ছ্বসিত টাইগার এই লেগস্পিনার।
রিশাদের দল তাদের অফিসিয়াল ফেসবুক পেজে
এক ভিডিওতে রিশাদকে প্রশংসায় ভাসিয়েছে। পিএসএলে দুইবারের চ্যাম্পিয়নদের হয়ে খেলার আগে
টাইগার স্পিনার জানিয়েছেন স্বপ্নের কথা। নিজের প্রথম আসর স্মরণীয় করে রাখতে চান তারকা
এই স্পিনার। বিপিএলের ধারাবাহিক পারফরম্যান্স ধরে রাখতে চান লাহোর কালান্দার্সেও।
২০২৩ সালের ৩১ মার্চ চট্টগ্রামে আয়ারল্যান্ডের
বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেকের পর থেকেই আলো ছড়াচ্ছেন রিশাদ। একই বছর ডিসেম্বরে তার
ওয়ানডে অভিষেক। খুব অল্প সময়ে বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত হয়েছেন। এবারের
বিপিএলেও প্রতিটি ম্যাচে ব্যাটে-বলে দাপুটে ফর্মে আছেন।
বিপিএল চলাকালীন গেল ১৩ জানুয়ারি রিশাদ
পেয়েছিলেন সুখবর। রিশাদকে ড্রাফট থেকে সরাসরি দলে নেয় লাহোর। সিলভার ক্যাটাগরিতে তার
ভিত্তিমূল্য ছিল ২৫ হাজার ডলার। তিনি ছাড়াও পাকিস্তানের ফ্রাঞ্চাইজি আসরে দল পেয়েছেন
নাহিদ রানা ও লিটন দাস। বিপিএলে খেলার সুবাদে দলটির অধিনায়ক শাহীন শাহ আফ্রিদির সঙ্গে
আগে থেকেই জানাশোনা। রিশাদের দল পাওয়ায়ও বড় ভূমিকা রেখেছিলেন আফ্রিদি। রংপুরের এই ক্রিকেটারকে
প্রশংসায় ভাসিয়ে ভিডিও প্রকাশ করেছে লাহোর।
সেখানেই নিজের লক্ষ্যের কথা তুলে ধরেন
রিশাদ, ‘পিএসএলে দল পেয়ে আমি উচ্ছ্বসিত। এ সুযোগ পুরোপুরি কাজে লাগাতে চাই। আমি আমার
সামর্থ্যের সবটুকু দিয়ে লাহোর কালান্দার্সকে পিএসএলের শিরোপা উপহার দিতে চাই। সমর্থকদের
পাশে থাকার অনুরোধ।’
এর আগে বিগব্যাশে সুযোগ পেয়েও যাওয়া
হয়নি রিশাদের। পিএসএলে নিজের অভিষেক স্মরণীয় করে রাখতে চান তিনি। জাতীয় দলের হয়ে ওয়ানডেতে
৭ ম্যাচে লেগির উইকেট ৫টি। ২০ টি-টোয়েন্টিতে ৩৮টি উইকেট নিয়েছেন রিশাদ। বিপিএলে এবারের
আসরে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও দারুণ সামলে নিচ্ছেন টাইগার এই স্পিনার।