× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে নেই বাংলাদেশ-ভারতের কেউ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫ ১৭:২৫ পিএম

আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে নেই বাংলাদেশ-ভারতের কেউ

২০২৪ সালের সেরা পারফরমারদের বেছে নিয়ে বর্ষসেরা ওয়ানডে একাদশ প্রকাশ করেছে আইসিসি। সেরা এগারোতে দাপট দেখিয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও পাকিস্তানের। সেরা একাদশে নেই কোনো বাংলাদেশি ও ভারতীয় ক্রিকেটার। 

বর্ষসেরা ওয়ানডে দলে ভারতীয় ক্রিকেটারদের জায়গা না পাওয়া অনেকটা স্বাভাবিক। সারা বছরে ভারত খেলেছে মাত্র তিনটি ওয়ানডে। শ্রীলঙ্কা সফরের তিন ওয়ানডের মধ্যে দুটিতেই আবার তারা হেরেছে। শুধু বাংলাদেশ-ভারত নয়, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের কোনো ক্রিকেটার জায়গা পায়নি আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে।

এশিয়ার তিনটি দেশ শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের নিয়ে তৈরি হয়েছে সেরা একাদশ। দলে সর্বোচ্চ চার ক্রিকেটার রয়েছেন শ্রীলঙ্কার, পাকিস্তান ও আফগানিস্তানের ক্রিকেটার রয়েছেন তিনজন করে এবং ওয়েস্ট ইন্ডিজের রয়েছেন এক ক্রিকেটার।

পৃথক বিবৃতিতে মেয়েদের বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। ওই ওয়ানডে একাদশে সর্বোচ্চ সংখ্যক ক্রিকেটার রয়েছে ইংল্যান্ডের। ঘোষিত একাদশেই জায়গা মেলেনি বাংলাদেশের কোনো মেয়ের।

আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশ
সাইম আইয়ুব (পাকিস্তান), রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান), পাথুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা), কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা, উইকেটকিপার), চারিত আসালাঙ্কা (শ্রীলঙ্কা, অধিনায়ক), শেরফানে রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), আজমতউল্লাহ ওমরজাই (আফগানিস্তান), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান), হারিস রউফ (পাকিস্তান) ও আল্লাহ মোহাম্মদ গজনফার (আফগানিস্তান)।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা