প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫ ১৭:০৫ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫ ২১:০৭ পিএম
ফেডারেশন কাপ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগের রানার্সআপের তকমা নিয়ে নতুন মৌসুম শুরু করে মোহামেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু ফেড কাপের শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। হেরে বসে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে। এরপর তো প্রতিযোগিতা থেকেই ছিটকে যায় সাদা-কালোরা। তবে উড়ছিল লিগে। ঢাকা ওয়ান্ডারার্সকে ৬-০ গোলে হারিয়ে দারুণ শুরুর পর ছিল একপ্রকার অপ্রতিরোধ্য। শতভাগ জয় ছিল দলটির নামের পাশে। সেই যাত্রায় অবশেষে হারের দাগ লাগিয়ে দিয়েছে লিগ টেবিলের তলানির দিকে থাকা ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাব। তাতে প্রথম হারের স্বাদ নিয়ে চলতি লিগে প্রথম পর্ব শেষ করল আলফাজ আহমেদের দল।
শুক্রবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডানকে ১-০ গোলে হারিয়েছে আলবার্ট লিয়াপিনের ইয়াংমেন্স। গোলশূন্য বিরতির পর দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে জয়সূচক গোলটি করে ইয়াংমেন্সের ফরোয়ার্ড সারদর জাহোনব। লিগে ৯ ম্যাচে এটি উজবেক ফরোয়ার্ডের তৃতীয় গোল। ম্যাচে গোল করে নায়ক বনে গেলেও কার্যত এই ম্যাচে বড় অবদান প্রতিপক্ষের দুই গোলরক্ষক সাজু আহমেদ ও বিরিতর পর বদলি হিসেবে নামা আরেক গোলরক্ষক তায়েব সিদ্দিকীর। শুরু থেকে মোহামেডান একটু নড়বড়ে থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ছন্দে ফেরে দলটি। তবে প্রতিপক্ষ গোলরক্ষকের পরীক্ষা নিতে পারছিল না সাদা-কালো ফরোয়ার্ডরা। একের পর এক মোহামেডানের আক্রমণ আটকে দিয়েছেন তারা।
খেলার ২৪ মিনিটেই এগিয়ে যেতে পারত ফকিরেরপুল। মোহামেডানের এক ডিফেন্ডার বল হারালে পেয়ে যান ইয়াংমেন্সের শান্ত হোসেন। কিন্তু ফকিরেরপুলের এই ডিফেন্ডারকে আটকাতে ততক্ষণে পোস্ট ছেড়ে বেরিয়ে এসেছিলেন গোলরক্ষক সুজন হোসেন। কিন্তু শান্তর চিপ শট সুজনের মাথার ওপর দিয়ে দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। প্রথমার্ধের শেষদিকে ইয়াংমেন্সের গোলরক্ষক সাজু আহমেদের ভুলে সুযোগ এসেছিল সুলেমানে দিয়াবাতের সামনেও; তবে হঠাৎ পাওয়া সুযোগ লক্ষ্যভ্রষ্ট শটে নষ্ট করেন মালির এই ফরোয়ার্ড।
খানিক পর মিনহাজ রাকিবের বাইসাইকেল কিক নেওয়ার চেষ্টায় বলের সঙ্গে সংযোগ করতে পারেননি। বক্সে তার পাশেই থাকা দিয়াবাতেও ফ্লিকের চেষ্টা করেছিলেন, কিন্তু ঠিকঠাক হয়নি এই শটও। সুযোগ নষ্টের মিছিলে ৬২ মিনিটে যোগ হয় মনসুর কুলদিয়াতির নামও। প্রতিপক্ষের বক্স অরক্ষিত থাকলেও বুরকিনা ফাসোর এই ফরোয়ার্ড শট বেরিয়ে যায় পোস্টের অনেক বাইরে দিয়ে। তিন মিনিট পর গ্যালারিতে মোহামেডান সমর্থকদের স্তব্ধ করে দেয় ফকিরেরপুল; ম্যাচে লিড নেয় ১-০ ব্যবধানে। আকবির তুরায়েভের সঙ্গে একবার বল দেওয়া-নেওয়া করে বক্সের বেশ বাইরে থেকে জাহোনবের বুলেটগতির শটের নাগাল লাফিয়েও পাননি সুজন।
পিছিয়ে পড়ে আক্রমণে আরও ধার বাড়ায় মোহামেডান। ৭৪ মিনিটে সৌরভ দেওয়ানের শট গোললাইন থেকে ফেরান নাইজেরিয়ান ডিফেন্ডার সেগুন টোপে ওডুডোয়া। এরপর ৮২ মিনিটে আরিফ হোসেনের শট বাইরের জাল কাঁপায়। ম্যাচের যোগ করা সময়ে কুলদিয়াতির হেড দারুণভাবে সেভ করে ফকিরেরপুলকে জয়ের বন্দরে পৌঁছে দেন বদলি গোলরক্ষক তৈয়ব সিদ্দিকী। শেষের বাঁশি বাজার আগে প্রতিপক্ষের বক্সে প্রচণ্ড চাপ দিলেও তৈয়বের প্রতিরোধ ভাঙতে পারেনি মোহামেডান। লিগে অজেয়যাত্রা থামে মতিঝিল পাড়ার ক্লাবটির।
জয়রথ থামলেও ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে আলফাজ আহমেদের দল। ফকিরেরপুলের পয়েন্ট ৯। তারা উঠে এসেছে পয়েন্ট টেবিলের সাতে। একই দিনে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে পরাজয় মেনে মাঠ ছেড়েছে রহমতগঞ্জ। বাংলাদেশ পুলিশ এফসি ২-১ গোলে হারিয়েছেন পুরান ঢাকার ক্লাবটিকে। এ নিয়ে টানা তিন ম্যাচ হারল রহমতগঞ্জ। তাতে পয়েন্ট টেবিলে তিন থেকে একধাপ নিচে নেমে গেছে তারা। ৯ ম্যাচে ৫ জয় ও ৪ হারে পয়েন্ট রহমতগঞ্জের। ছয়ে থাকা পুলিশের সংগ্রহ ১০ পয়েন্ট। এদিকে শুক্রবার ঢাকা ওয়ান্ডারার্সকে ৫-০ গোলে হারিয়ে এই তালিকায় একধাপ ওপরে তথা চার থেকে তিনে উঠে এসেছে বসুন্ধরা কিংস। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে এসেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জয়টি। ৯ খেলায় দুটি করে হার ও ড্রয়ে এবং ৫ জয়ে ১৭ পয়েন্ট সংগ্রহ কিংসের।