× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএলে বিদেশি তারকা না আসার কারণ জানালেন মিরাজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫ ১৭:০১ পিএম

বিপিএলে বিদেশি তারকা না আসার কারণ জানালেন মিরাজ

গেল ৩০ ডিসেম্বর থেকে মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। একই সময়ে চলছে দক্ষিণ আফ্রিকায় এসএ টি-টোয়েন্টি, সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টি। বাকি দুই লিগের ফ্র্যাঞ্চাইজিগুলো বিপিএলের চেয়ে বেশি অর্থ দিচ্ছে। ফলে ক্রিকেটাররা সেসব লিগে খেলতেই বেশি আগ্রহ দেখাচ্ছে। এমনকি বিপিএলের দলগুলোর সাথে চুক্তি করে খেলতে আসেনি একাধিক ক্রিকেটার। অনেক ক্রিকেটার আবার বিপিএলের শুরু দিকে খেলে চলে গেছেন অন্য লিগে। সবমিলিয়ে তাই তারকা ক্রিকেটারদের পেতে বেশ বেগ পেতে হচ্ছে বিপিএলের দলগুলোকে।

গতকাল বৃহস্পতিবার সিলেট স্ট্রাইকার্সকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছে খুলনা টাইগার্স। যেখানে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মেহেদি হাসান মিরাজ। বল হাতে এক উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ৫০ বলে ৭০ রানের ইনিংস খেলে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন তিনি। আসরের নিজেদের চতুর্থ জয়ের পর সংবাদ সম্মেলনে মিরাজকে জিজ্ঞাসা করা হয়েছিল বিপিএলে বিদেশি তারকা না আসার কারণ সম্পর্কে। মিরাজ জানান, বিপিএল এমন একটা সময়ে হওয়া উচিৎ যখন অন্য টুর্নামেন্ট থাকবে না। তাহলেই অনেক ভালো মানসম্পন্ন বিদেশি খেলোয়াড় পাওয়া যাবে।

মিরাজ বলেন, ‘আমার মনে হয় বিপিএল এমন একটা সময়ে হওয়া উচিৎ যখন ৩-৪টি টুর্নামেন্ট থাকবে না। একটা থাকবে। তাহলে অনেক ভালো মানসম্পন্ন খেলোয়াড় পাওয়া যাবে। আগের বিপিএলে অনেক খেলোয়াড়ই ছিল। তখন এত টুর্নামেন্ট হতো না।’ তিনি আরও যোগ করেন, ‘বাইরের দেশে অনেক টুর্নামেন্ট চলছে। অনেক খেলোয়াড় আগেই সাইন করে ফেলেছে অন্য লিগে। এখানে যারা খেলছে, আগে থেকেই ওসব টুর্নামেন্টে সুযোগ পায়নি। একসাথে ৩-৪ টুর্নামেন্ট চললে অনেক কঠিন হয়ে যায়।’

সিলেট স্ট্রাইকার্সকে হারানো নিয়ে মিরাজ বলেন, ‘আজকের (বৃহস্পতিবার) ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এখানে দুটি ম্যাচ জিতেছি, দলের জন্য খুব দরকার ছিল। প্রথম দুই ম্যাচ জেতার পর আমরা টানা ৪ ম্যাচ হেরেছি। কাছে গিয়ে যে দুটো ম্যাচ হেরেছি সেই দুটি ম্যাচ জেতা উচিৎ ছিল। বিশেষ করে সিলেট ও রংপুরের সাথে। এই দুটি ম্যাচ আমাদের পেছনে ফেলে দিয়েছে।’ সিলেটকে হারিয়ে শীর্ষ চারে জায়গা ফিরে পাওয়ার পর প্লে-অফের স্বপ্ন দৃঢ় হয়েছে বলে মনে করেন দলটির অধিনায়ক, ‘তারপরও শীর্ষ চারে আছি। যেহেতু তিনটা ম্যাচ আছে, এর মধ্যে দুটি ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। এই দুটি ম্যাচ জিতলে কোয়ালিফাই করা সহজ হয়ে যাবে।’

দলের কম্বিনেশন নিয়ে মিরাজ বলেন, ‘আমাদের দলে অনেক ভালো ভালো খেলোয়াড় আছে। টিম কম্বিনেশনের জন্য বিভিন্ন পজিশনে খেলতে হচ্ছে। দুটি ম্যাচে ওপেন করেছি। দলে অনেক ব্যাটার ও অলরাউন্ডার আছে। এখনও টিম সেট করতে পারিনি কাকে কোন জায়গায় খেলাব। এখন থেকে আশা করি সেট করতে পারব।’

মিরাজ আরও যোগ করেন, ‘ইমরুল ভাই বসে আছে, সুযোগ পেয়েছিল আরও সুযোগ পেলে ভালো করতে পারে। অনেক বিদেশিরা বসে আছে। অলরাউন্ডার অনেকেই আছে খেলাতে পারছি না। ভালো ভালো খেলোয়াড়রা বসে আছে। আফিফের মতো খেলোয়াড়কে ড্রপ করেছে। রনি ভালো খেলছিল তাও বসতে হয়েছিল। নাসুমও খেলেনি। টিম কম্বিনেশনের কারণে এমন হয়। এজন্য সেট করতে দেরি হচ্ছে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা