প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫ ১৪:৩২ পিএম
আগামী মাসে পর্দা উঠতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির। মারকাটারি টুর্নামেন্টকে সামনে রেখে নতুন পেস বোলিং কোচ নিয়োগ করেছে অস্ট্রেলিয়া। তাসমানিয়ার সাবেক প্রথম শ্রেনির ক্রিকেটার অ্যাডাম গ্রিফিথ সামলাবেন এই দায়িত্ব। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
তাসমানিয়ার পাশাপাশি অস্ট্রেলিয়া ‘এ’ দলেরও একসময় প্রতিনিধিত্ব করেছেন গ্রিফিথ। তিনি এবার যোগ দিচ্ছেন অস্ট্রেলিয়ার ন্যাশনাল ক্রিকেট সেন্টারে। সেখানে তার কাজগুলোর মধ্যে থাকবে পেসারদের জন্য আলাদা কৌশল তৈরি করা, জাতীয় দলের পেস বোলারদের প্রস্তুতি তত্ত্বাবধায়ন করা, অস্ট্রেলিয়া পুরুষ জাতীয় দল ও ‘এ’ দলের কোচিংয়ে সহায়তা করা এবং পেস বোলিং কোচদের উন্নয়নে সহায়তা করা।
এ প্রসঙ্গে অজিদের সিনিয়র কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, ‘অ্যাডাম তার বিশাল অভিজ্ঞতা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ায় যোগ দিতে যাচ্ছেন, যা আমাদের কোচিং দলের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে। পেস বোলারদের প্রস্তুতির লক্ষ্যে তার দক্ষতা আমাদের ছেলেদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।’
অস্ট্রেলিয়ার হয়ে কোনোদিন না খেললেও এলিট পর্যায়ে কোচিংয়ের উল্লেখযোগ্য অভিজ্ঞতা রয়েছে গ্রিফিথের। এর আগে তিনি দায়িত্ব পালন করেছেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও পার্থ স্কর্চার্সের সহকারী কোচের। তাসমানিয়ার কোচিং ডিরেক্টরের পাশাপাশি ছিলেন তাসমানিয়া টাইগার্স ও হোবার্ট হারিকেন্সের প্রধান কোচও। আইপিলে ২০২৪ পর্যন্ত ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সহকারী বোলিং কোচ।
আন্তর্জাতিক পর্যায়ে এর আগে ২০১২ ও ২০১৬তে অজিদের দ্বিপাক্ষিক সিরিজে সহকারী কোচ হিসাবেও ছিলেন গ্রিফিথ। এমনকি ২০১৯ -এ ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি বিশ্বকাপেও দলের সহকারী কোচের দায়িত্ব পালন করেন তিনি।