অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫ ১২:৪০ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫ ১৩:০৩ পিএম
মালয়েশিয়ায় চলমান নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে ডি গ্রুপের রানার্সআপ হয়ে সুপার সিক্সে উঠেছে বাংলাদেশ। এ পর্বে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ভারত এবং তৃতীয় হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে জুনিয়র টাইগ্রেসরা।
আগামী ২৬ জানুয়ারি সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে সুমাইয়া আক্তারের দল খেলবে ভারতের বিপক্ষে। একদিন বিরতি দিয়ে তাদের পরের ম্যাচ ২৮ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
গত ডিসেম্বরে নারী অনূর্ধ্ব-১৯-টি টোয়েন্টি এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হেরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশের মেয়েরা। বিশ্বকাপের মঞ্চে তাই এবার ইয়াং টাইগ্রেসদের সামনে প্রতিশোধের সুযোগ।
সুপার সিক্সে গ্রুপ-১ এ বাংলাদেশের সঙ্গে আছে ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বে চ্যাম্পিয়নের সাথে চ্যাম্পিয়ন ও গ্রুপ রানার্স-আপের সাথে রানার্স-আপের কোন ম্যাচ নেই। তাই এ গ্রুপের রানার্সআপ শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে হবে না বাংলাদেশকে৷
সুপার সিক্সে সমান ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ-১ এ শীর্ষে ভারত ও অস্ট্রেলিয়া। এই পর্বে ২ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কার চেয়ে নেট রানরেটে পিছিয়ে চতুর্থস্থানে আছে বাংলাদেশ। সুপার সিক্সে গ্রুপ-২ এ খেলবে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া, আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড।