অস্ট্রেলিয়ান ওপেন
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫ ২১:১৯ পিএম
শেষ দুবার উইম্বলডনের ফাইনালে কার্লোস আলকারাজের কাছে হারতে হয়েছিল নোভাক জোকোভিচকে। যদিও প্যারিস অলিম্পিকসের ফাইনালে কার্লোসকে হারিয়ে হিসাব কিছুটা মিটিয়ে নেন জোকোভিচ। এবার অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে আলকারাজকে ছিটকে দিয়ে নিজের ২৫ নম্বর গ্র্যান্ড স্ল্যাম খেতাবের দিকে পা বাড়ালেন ৩৭-বর্ষী সার্বিয়ান টেনিস তারকা।
রড লেভার এরিনায় মঙ্গলবার অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে সম্মুখসমরে নামেন পুরুষ টেনিসের
বর্তমান ও ভবিষ্যতের তারকা জোকোভিচ ও আলকারাজ। জোকারের কাছ থেকে প্রথম সেট ৬-৪ গেমে
ছিনিয়ে নেন ২১ বছর বয়সি কার্লোস। ফলে ফের একবার মেজর ইভেন্টে তারুণ্যের কাছে অভিজ্ঞতার
মাথা নোয়ানোর আশঙ্কা তৈরি হয়। যদিও ঘুরে দাঁড়াতে বিশেষ সময় নষ্ট করেননি জোকোভিচ। ৬-৪,
৬-৩, ৬-৪ ব্যবধানে সরাসরি তিন সেট জিতে নেন এই কিংবদন্তি।
জোকার ২০২৪ সালে
একটিও মেজর ট্রফি জিততে পারেননি। সুতরাং এবার অজি ওপেনে চ্যাম্পিয়ন হলে গ্র্যান্ড স্ল্যাম
ট্রফি খরা কাটবে তার। আগামী শুক্রবার সেমিফাইনালে জার্মানির দ্বিতীয় বাছাই আলেক্সান্দার
জভেরভের মুখোমুখি হবেন জোকোভিচ। কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নেওয়ার মাধ্যমে সবচেয়ে
কম বয়সি হিসেবে ক্যারিয়ারে গ্র্যান্ড স্লাম জয়ের সুযোগও হারালেন আলকারাজ।