× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএলের এলিট ক্লাবে মুস্তাফিজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫ ২০:১১ পিএম

বিপিএলের এলিট ক্লাবে মুস্তাফিজ

কোনো আলোচনায়ই ছিলেন না মুস্তাফিজুর রহমান। ঢাকা ক্যাপিটালসের দৈন্যদশায় এবারের বিপিএলে তার পারফরম্যান্স পাদপ্রদীপের বাইরেই ছিল। কুড়ি কুড়ির আসরে অবশেষে স্বরূপে ফিরেছেন ফিজ। গত সোমবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ঢাকার ৬ রানের রুদ্ধশ্বাস জয়ের ম্যাচে গড়েছেন দারুণ এক কীর্তি। বিপিএলের মঞ্চে চতুর্থ বোলার হিসেবে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন বাঁহাতি এই পেসার। কাটার মাস্টারের আগে এই এলিট ক্লাবে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।

সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৯৯ উইকেট নিয়ে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নেমেছিলেন ঢাকার পেসার মুস্তাফিজ। ৪ ওভারে ৪৬ রান দিলেও ২ উইকেট শিকার করে সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন তিনি। ১০০ উইকেটের ক্লাবে নাম লেখাতে মুস্তাফিজ খেলেছেন ৭৯ ম্যাচ। ১১৩ ম্যাচে ১৪৯ উইকেট নিয়ে সবার ওপরে আছেন সাকিব। এ ছাড়া ৮৬ ম্যাচে ১২০ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের তালিকায় দুইয়ে আছেন তাসকিন। আর তিনে আছেন রুবেল হোসেন। ৮৯ ম্যাচে তার উইকেট সংখ্যা ১১০।

এ ছাড়া তালিকায় পাঁচে আছেন মাশরাফি বিন মর্তুজা। তার উইকেট সংখ্যা ৯৮টি। চলতি বিপিএলেই উইকেটের শতক পূরণ করতে পারেন আরও একজন। অভিজ্ঞ স্পিনার আরাফাত চলতি আসরে চিটাগাং কিংসের হয়ে আছেন দারুণ ছন্দে। ৩৮ বছরের এই স্পিনার চলতি আসরে এরই মধ্যে পেয়েছেন ৯ উইকেট। বিপিএল ক্যারিয়ারে তার উইকেট ৯৫টি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা