প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫ ১৯:০৯ পিএম
প্রিমিয়ার লিগে সর্বশেষ ৫ ম্যাচে জয়হীন থেকে সোমবার রাতে মাঠে নামে চেলসি। ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে জয়ে ফিরেছে ব্লুজরা। অবনমন শঙ্কায় থাকা উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে হারিয়েছে ৩-১ গোলে। দারুণ এই জয়ে আবার পয়েন্ট টেবিলে চার নম্বরে উঠেছে চেলসি। ২২ ম্যাচে এখন চেলসির সংগ্রহ ৪০ পয়েন্ট। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে তারা। দুইয়ে থাকা আর্সেনাল ও তিনে থাকা নটিংহ্যাম ফরেস্টের চেয়ে ব্যবধান ৪ পয়েন্টের।
এদিন উলভারহ্যাম্পটনের জালে ১৯টি শটের মধ্যে ৭টি শট লক্ষ্যে রাখে চেলসি। বিপরীতে অতিথিরা নেয় ৯টি শট; যার মধ্যে লক্ষ্যে থাকে ৪টি। ম্যাচশেষে চেলসি কোচ এনজো মারেসকা বলেন, ‘প্রথম ৪০ মিনিটের পারফরম্যান্স অসাধারণ ছিল। এই অর্ধের শেষ পাঁচ মিনিট একটু ভুগেছি। তাদের গোলে আমাদের আত্মবিশ্বাসে কিছুটা ভাটা পড়েছিল। এমনটা আমরা চলতি মৌসুমে আগেও দেখেছি। এই পরিস্থিতি থেকে বের হতে শিখতে হবে। দ্বিতীয়ার্ধে ভালো শুরু করি এবং গোল পাই। সবমিলিয়ে মনি করি এই জয়টা আমাদেরই প্রাপ্য ছিল।’
ঘরের মাঠে প্রত্যাশামাফিক ২৪ মিনিটেই এগিয়ে যায় চেলসি। গোলমুখের খুব কাছ থেকেই শটে বল জালে জড়ান টসিন আদারাবিয়ো। প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ব্লুজদের গোলরক্ষক রোবের্তো সানচেজের ভুলে সমতায় ফেরে অতিথিরা। দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে ৬৫ মিনিটে চেলসিকে এগিয়ে নেন ডিফেন্ডার মার্ক কুকুরেলা। মাঠের ডান প্রান্ত থেকে আসা বল বুক দিয়ে ঠেকিয়ে গোলপোস্টের একদম সামনে থেকেই জালে জড়ান এই স্প্যানিশ ফুটবলার। পাঁচ মিনিটের ব্যবধানে স্কোরলাইন ৩-১ করেন ননি ম্যাদুয়েক। বাকি সময়ে আর কোনো দল পায়নি গোলের দেখা।