× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্ট্রেলিয়া ওপেন

জোকোভিচ-আলকারাজ মহারণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫ ১৬:১৪ পিএম

নোভাক জোকোভিচ ও কার্লোস আলকারাজ

নোভাক জোকোভিচ ও কার্লোস আলকারাজ

নোভাক জোকোভিচ-কার্লোস আলকারাজকে ঘিরে টেনিস অনুরাগীদের আশা-প্রত্যাশা ছিল তুঙ্গে। অস্ট্রেলিয়া ওপেনে দুই তারকার লড়াই দেখতে মুখিয়ে ছিলেন সবাই। অবশ্য সেটা পূরণ হচ্ছে আজই। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল চারটা ১৫ মিনিটে রড লেভার এরিনাতে অস্ট্রেলিয়া ওপেনের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছেন দুজন।

গ্র্যান্ড স্লামের মঞ্চে এর আগে মোট সাতবার মুখোমুখি হয়েছেন জোকোভিচ ও আলকারাজ। যেখানে জোকোভিচ জিতেছেন চারবার, আলকারাজ তিনবার। শেষবার তারা একে অপরের বিপক্ষে কোর্টে নেমেছেন প্যারিস অলিম্পিকের ফাইনালে। যেখানে জোকোভিচ জয়লাভ করেন।

অস্ট্রেলিয়ান ওপেনে এবারই প্রথম দুজন মুখোমুখি হচ্ছেন। এমনিতে মেলবোর্ন পার্ক বরাবরই জোকোভিচের প্রিয় বধ্যভূমি। তার মধ্যে ১৫ বার অস্ট্রেলিয়ান ওপেনের শেষ আটে উঠলেন সার্বিয়ার খেলোয়াড়। একমাত্র রজার ফেদেরার ছাড়া আর কারও নেই এই রেকর্ড। ৩৭ বছরের সার্বিয়ার তারকার এবারের টার্গেট রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম জয়।

জোকোভিচের মতো কিংবদন্তিকে অবশ্য সমীহ করছেন স্পেনীয় আলকারাজ। জ্যাক ড্রিপারকে স্ট্রেট সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পর তিনি বলেন, ‘জোকোভিচকে খেলতে দেখলে মনে হয় আবার তরুণ হয়ে উঠেছেন। এটা অবিশ্বাস্য। সত্যি ভালো অবস্থায় রয়েছেন তিনি।'

যদিও এর জন্য বাড়তি কোনো ভীতিকে প্রশ্রয় দিতে নারাজ আলকারাজ। কোয়ার্টার ফাইনালের বড় মঞ্চ, সামনে জোকোভিচÑ এই বিষয়গুলো তাকে তার স্বাভাবিক খেলা খেলতে বিচ্যুত করবে না বলেই জানিয়েছেন স্পেনের তারকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা