প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫ ১৪:৫৬ পিএম
আইসিসির কোনো ইভেন্টে সাধারণত আয়োজক দেশের নাম লেখা থাকে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই নিয়মের ব্যত্যয় ঘটাতে চাচ্ছে ভারত। হাইব্রিড মডেলের চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক দেশ পাকিস্তান। কিন্তু নিজেদের চ্যাম্পিয়নস ট্রফির জার্সিতে পাকিস্তানের নাম লিখতে অস্বীকৃতি জানিয়েছে বিসিসিআই।
বিষয়টিতে বেজায় চটেছে পাকিস্তান। বার্তা সংস্থা আইএনএসকে নাম প্রকাশ না করার শর্তে পিসিবির এক কর্মকর্তা বলেছেন, ‘বিসিসিআই ক্রিকেটে রাজনীতি নিয়ে এসেছে। এটা খেলাটির জন্য ভালো কিছু নয়। প্রথমে তারা পাকিস্তান সফর করতে অস্বীকৃতি জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে অধিনায়ককেও পাঠাতে চায় না। আর এখন আয়োজক দেশের নাম জার্সিতে ছাপাতে চাচ্ছে না। আমাদের বিশ্বাস, আইসিসি এটা হতে দেবে না এবং তারা পাকিস্তানের পাশে থাকবে।’
দীর্ঘ আলোচনার পর আইসিসি ও পাকিস্তানকে সিদ্ধান্ত মানতে বাধ্য করে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা তাদের ম্যাচগুলো খেলবে দুবাইয়ে। হাইব্রিড মডেলে হওয়া আসরে পাকিস্তানের নাম রোহিতদের জার্সিতে ওঠে কি না ওঠে, সেটিই দেখার।