× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একই টুর্নামেন্টে দেখা যাবে সাকিব-তামিমকে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫ ১৩:৫৭ পিএম

একই টুর্নামেন্টে দেখা যাবে সাকিব-তামিমকে

বোলিংয়ে নিষিদ্ধ হওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই সাকিব আল হাসান, তামিম ইকবাল নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর। ভিন্ন কারণে বিপিএলেও নেই সাকিব। তবে দর্শক-সমর্থকদের সেই মনের আশা পূরণ হতে যাচ্ছে, দুজনকে আবারও মাঠের ক্রিকেটে দেখা যেতে পারে।

সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট লিজেন্ড নাইন্টিতে দুজনকে দেখা যেতে পারে। সূচি মিলে গেলে দুজনের মাঠেও দেখা হয়ে যেতে পারে। সাকিব ও তামিম খেলবেন ভিন্ন ভিন্ন দলের হয়ে। সাকিবকে আগেই দলে নিয়েছে দুবাই জায়ান্টস। এবার তামিমকে দলে টেনেছে বিগ বয়েজ স্কোয়াড। 

খবরটি নিশ্চিত করেছেন তামিম নিজেই, ‘আমি রোমাঞ্চের সাথে জানাচ্ছি যে লিজেন্ড নাইন্টি লিগে অংশগ্রহণ করতে যাচ্ছি। আমি বিগ বয়েজের হয়ে খেলব। ৬ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত আমাকে এবং অন্যান্য ক্রিকেট লিজেন্ডদের সরাসরি খেলতে দেখুন রায়পুরে। বিষয়টা লিজেন্ডারি হতে যাচ্ছে, দেখা হবে।’

গত বছর ভারত সফরের সময় টেস্ট আর টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করেছিলেন সাকিব। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ওয়ানডে অবসরের পরিকল্পনা করলেও দলে জায়গায় পাননি। অ্যাকশনে ত্রুটি ধরা পড়ায় নিষিদ্ধ হয়েছে বোলিং।

দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা তামিম কয়েকদিন আগে দেশের জার্সিতে অবসর ঘোষণা করেন। চলতি বিপিএলে তিনি ফরচুন বরিশালের নেতৃত্ব দিচ্ছেন। তবে এবার দেশের বাইরে আরেকবার দেখা হয়ে যাবে সাকিব-তামিমের।

লিজেন্ড লিগে তামিমের দলে আছেন ক্রিস গেইল, তিলকরত্নে দিলশান, হার্শেল গিবস, আব্দুর রাজ্জাক, উপুল থারাঙ্গা, ম্যাট প্রায়র, বরুণ অ্যারনের মতো তারকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা