প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫ ১১:৪২ এএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৫ ১২:০৬ পিএম
সময়টা মোটেও ভালো যাচ্ছে না বিরাট কোহলির। ব্যাটে রান আসছে না, গড়ও নেমে গেছে ৫০-এর নিচে। এমন সময়ে ভারতের ক্রিকেট বোর্ড দিয়েছে কড়া হুঁশিয়ারি— সিনিয়র হোক বা জুনিয়র, ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে। বাধ্য হয়ে এবং নিজেকে শোধরাতে রঞ্জি ট্রফিতে ফিরছেন কোহলি।
এক যুগ পর যে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে যাচ্ছেন তিনি, তা নিশ্চিত করেছেন দিল্লি দলের কোচ শরণদীপ সিং। ৩০ জানুয়ারি রেলওয়ের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে দিল্লি। শেষবার ভারতের ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্টে কোহলি খেলেছিলেন সেই ২০১২ সালে।
তবে ২৩ জানুয়ারি রেলওয়ের বিপক্ষে তার খেলা নিয়ে জল্পনা উঠেছিল। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়ে দেয়, ঘাড়ের ব্যথা থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি কোহলি।
রঞ্জি খেলার ব্যাপারে কোহলি ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছেন কি না জানা যায়নি। তবে রেলওয়ের বিপক্ষে ম্যাচটি ২ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা রয়েছে।
এ ম্যাচে খেললে কোহলি ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে সময় পাবেন মাত্র তিন দিন। ৬ ফেব্রুয়ারি শুরু ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ। চ্যাম্পিয়নস ট্রফির জন্য ঘোষিত দলটিই খেলবে এ সিরিজে, যেখানে রয়েছেন কোহলিও।