হৈমন্তী শুক্লা
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২২ ১৮:১৪ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২২ ২০:১০ পিএম
রাফায়েল বারগামচি। ছবি : প্রবা
বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরের দেশ ব্রাজিল-আর্জেন্টিনা। অথচ ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় এই দুই দেশের সমর্থকদের চলে টানটান লড়াই। বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের এই হৃদয় নিঙড়ানো অনুভূতি ক্যামেরাবন্দি করতে ব্রাজিল থেকে ছুটে এসেছেন এই তরুণ।
রাফায়েল বারগামচি নামের এই নির্মাতা জানান, ‘ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা ইন বাংলাদেশ’ নামের একটি ডকুমেন্টারি ফিল্ম বানাতেই ঢাকায় এসেছেন তিনি। অলিগলি ঘুরে শুট করছেন ব্রাজিল-আর্জেন্টিনা উত্তেজনার নানা দিক।
তিনি বলেন, ‘আমি রাফায়েল বারগামচি, ব্রাজিল থেকে এসেছি। আজ একটি পতাকা কারখানার চিত্রধারণ করছি। যেখানে ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা তৈরি হচ্ছে। আমি বাংলাদেশে এই দুই দেশের সমর্থকদের নিয়ে একটি ফিল্ম তৈরির কাজে এসেছি।’
দূর-দূরান্তের অচেনা-অজানা চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ নিয়ে বাংলাদেশিদের কেন এত জোরালো আবেগ—সে প্রশ্নেরও উত্তর খুঁজে ফিরছেন তিনি। বিশ্বকাপে না খেললেও এ যেন বিশ্বকাপের দেশ। প্রতিদিনের বাংলাদেশকে রাফায়েল বলেন, ‘এখানে ফুটবলপ্রেমীদের দেখলে মনে হয় এটাই বিশ্বকাপের দেশ। এখানে দুই দেশেরই অনেক সমর্থক রয়েছে। খেলা নিয়ে অনেক মজার ঘটনাও আছে। একটা মাছের বাজারে গিয়েছিলাম। সেখানে সবাই খেলা নিয়েই কথা বলছেন। ব্রাজিল না আর্জেন্টিনা? একজন বড় একটা মাছ তুলে বলছেন, এটা আর্জেন্টিনা। এসব বেশ মজার।’
রাফায়েলের দেশ ব্রাজিল। সবুজ হলুদের পতাকায় দুলে ওঠে মন। সেই সঙ্গে আর্জেন্টিনা সমর্থকদের উল্লাসেও ভাসেন আনন্দে। তিনি বলেন, ‘আমার মনে হয়, আর্জেন্টিনার সমর্থকরাই বেশি হবে। তবে লড়াইটা খুব কাছাকাছি।’
বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের মানুষের এই আনন্দ-উল্লাস রাফায়েলকে অবাক করেছে। এখানের মানুষের আতিথেয়তায় হয়েছেন মুগ্ধ। তিনি চান, একদিন ক্রিকেটের মতো ফুটবলেও বিশ্ব আসর মাতাবে বাংলাদেশ।