বিপিএল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫ ২২:৪৭ পিএম
খুলনা টাইগার্সের বিপক্ষে হার দিয়ে এবারের বিপিএল শুরু করেছিল চিটাগং কিংস। মোহাম্মদ মিঠুনের দল মিরপুরের সে হারের প্রতিশোধ নিয়েছে নিজেদের ঘরের মাঠ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বৃহস্পতিবার দিনের দ্বিতীয় ম্যাচে খুলনাকে ৪৫ রানের ব্যবধানে হারিয়েছে বন্দর নগরীর দলটি।
এদিন টস হেরে ব্যাটিংয়ে নামা স্বাগতিক
চিটাগং গ্রাহাম ক্লার্কের সেঞ্চুরিতে (১০১) ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে
২০০ রানের পুঁজি পায়। লক্ষ্য তাড়া করতে নেমে দারউইশ রাসুলি (৩৯) ছাড়া কেউই বড় ইনিংস
খেলতে ব্যর্থ হওয়ায় ৯ উইকেট হারিয়ে ১৫৫ রানে থামে খুলনার ইনিংস।
এ জয়ে ফরচুন বরিশালকে নেট রানরেটে পেছনে
ফেলে ফের টেবিলের দুইয়ে উঠে গেছে চিটাগং কিংস। ৫ ম্যাচে তাদের পয়েন্ট ৮, তাদের সমান
চার ম্যাচ জিতলেও বরিশাল খেলেছে ৬ ম্যাচ। অন্যদিকে ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে চারে অবস্থান
করছে খুলনা। আর টানা সাত ম্যাচ জিতে ১৪ পয়েন্ট নিয়ে সবার উপরে রংপুর রাইডার্স। ৬ ম্যাচে
দুটি করে জয়ে সিলেট ও রাজশাহী আছে পাঁচ ও জয়ে। আর আট ম্যাচে ১ জয়ে পয়েন্ট টেবিলের তলানিতে
ঢাকা ক্যাপিটালস।