প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫ ২২:১৬ পিএম
পাকিস্তান সুপার লিগের (পিএসএলে) ড্রাফট থেকে দল পেয়েছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। টাইগার তরুণ এই পেসারকে দলে নিয়েছে পেশাওয়ার জালমি। আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি দুনিয়ায় এবারই প্রথম কোনো দলে সুযোগ পেলেন নাহিদ। তরুণ এই গতিতারকাকে নাকি নিতে চেয়েছিল পিএসএলের আরেক ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতানসও।
পিএসএলে মুলতান
সুলতানসের হয়ে খেলেন ইফতিখার আহমেদ। পাকিস্তানি এই অলরাউন্ডার এবার বিপিএল খেলছেন রংপুর
রাইডার্সের হয়ে। ড্রাফটের আগেই পিএসএলে খেলা নিয়ে ইফতিখারের সঙ্গে কথা হয়েছিল দুজনের।
সতীর্থ নাহিদের বোলিংয়ে মুগ্ধ হয়েই নাকি মুলতান ফ্র্যাঞ্চাইজিকে দলে নেওয়ার পরামর্শ
দিয়েছিলেন ইফতিখার।
নাহিদ বলেন,
‘তার (ইফতিখার) সঙ্গে পিএসএল ড্রাফটের আগেই কথা হয়েছিল। তিনি বলছিলেনÑ আমাদের দলে তোমাকে
নেওয়ার কথা চলছে। তারপরে তো যতটুকু জানি, আমি বাবর আজম ভাইয়ের দলে আছি। আর ইফতিখার
ভাই সম্ভবত অন্য দলে আছেন। তবে তিনি বলেছিলেন তাদের দলে নেবেন। তবে যা হয়েছে আলহামদুলিল্লাহ্।’
যোগ করেন, ‘অবশ্যই
একটা সুযোগ যেকোনো ক্রিকেটারের জন্য অনেক বড় কিছু। একটা ছোট সুযোগ একজন ক্রিকেটারের
জীবনের অনেক কিছু বদলে দিতে পারে। তো আমি এই জিনিসটা বড় হিসেবে দেখছি, কারণ আমার জীবনে
প্রথম দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেয়েছি।’