× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খেলা চালিয়ে যাবেন তামিম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫ ২০:৫৫ পিএম

খেলা চালিয়ে যাবেন তামিম

আগের ম্যাচে বিস্ময় জাগানিয়া পারফরম্যান্স দেখানো ঢাকা ক্যাপিটালসকে মাটিতে নামাল তামিম ইকবালের দল ফরচুন বরিশাল। ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। এই জয়ে টেবিলে দুইয়ে উঠে এসেছে বরিশাল। ম্যাচে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন তামিম। ৪৮ বলের ইনিংসে ৬১ রানে অপরাজিত থাকেন সদ্য জাতীয় দল থেকে অবসর নেওয়া দেশসেরা এই ওপেনার। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে, যতদিন সম্ভব ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন বলেও জানান তামিম।

বৃহস্পতিবার শুরু হয় বিপিএলের চট্টগ্রাম পর্ব। প্রথম দিনের প্রথম ম্যাচে ঢাকার ১৩৯ রান ফরচুন বরিশাল টপকে গেছে ২৪ বল আর ৮ উইকেট হাতে রেখে। টার্গেটে নেমে অবশ্য শুরুতেই পথ হারায় তারা। ব্যক্তিগত দুই রানে সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। পরের গল্পটা কেবলই সুখের। দ্বিতীয় উইকেটে ডেভিড মালানকে নিয়ে চার-ছয়ের জয় কাব্য লেখেন তামিম। দুজন ১১৭ রানের জুটি গড়েন। বাংলাদেশ জাতীয় দল থেকে সদ্য বিদায় নেওয়া ওপেনারের বিদায়ে জুটি ভাঙে। শ্রীলঙ্কার থিসারা পেরেরার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়ার আগ পর্যন্ত ৪৮ বলে ৬ চার ও ১ ছক্কায় ৬১ রান করেন তামিম। ৪১ বল ৩ চার ও ১ ছক্কায় ৪৯ রানে অপরাজিত ছিলেন মালান। তাকে ফিফটি থেকে বঞ্চিত করেছেন জাহানদাদ খান। ঢাকার হয়ে ১টি করে উইকেট নিয়েছেন আবু জায়েদ ও পেরেরা।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে সবক’টি উইকেট খুইয়ে ১৩৯ রান তোলে ঢাকা। ৪৪ বলে ৪ ছক্কা ও ২ চারে সর্বোচ্চ ৬২ রান করেন তানজিদ তামিম। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করেন ফরমানউল্লাহ। বরিশালের হয়ে তানভীর ইসলাম ৩৯ রান খরচে ৩ আর ফাহিম আশরাফ ২৩ রান খরচায় ২ উইকেট নেন। এ জয়ে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে বরিশাল। ৭ ম্যাচের সবক’টি জিতে শীর্ষে রংপুর রাইডার্স। ৮ ম্যাচের মধ্যে ৭ হারে তলানিতে ঢাকা।

এদিন ম্যাচ শেষে বরিশালের হয়ে সংবাদ সম্মেলনে আসেন তামিম। ভবিষ্যৎ পরিকল্পনা, ক্রিকেট প্রশাসনে নিজের সংযুক্তি ও দলের কম্বিনেশনÑ এমন নানা প্রশ্নের উত্তর দেন তামিম। বিশেষ করে অবসর সিদ্ধান্তের পর থেকেই গুঞ্জনÑ ক্রিকেট প্রশাসন বা বিসিবিতে আসছেন ড্যাশিং ওপেনার। ঢাকাকে হারানোর পর ম্যাচসেরার পুরস্কারজয়ী অধিনায়ক বললেন, ‘এই মুহূর্তে নয়। আমি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাব। এখন তো অবসরে। প্রিমিয়ার লিগটা সময়মতো হলে সেটাও খেলব। লিজেন্ডস লিগের জন্যও কোয়ালিফাই করব। আমি চেষ্টা করব যতদিন খেলা যায়। যদি ফিট থাকি বিপিএল খেলব। যতটুক পারি খেলতে থাকব। আমার ফোকাস এখন খেলা নিয়ে। সামনে অনেক টুর্নামেন্ট আছে।’

বরিশাল ৬ ম্যাচ খেলে ফেললেও এখনও ভালো একটা কম্বিনেশন দাঁড় করাতে পারেনি। এটা বেশ ভাবাচ্ছে তামিমকে, ‘সামনের ম্যাচগুলোয় কিছু পরিবর্তন আসতে পারে। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যত তাড়াতাড়ি সম্ভব সঠিক কম্বিনেশন তৈরি করতে হবে। আমাদের প্রথম কয়েকটি ম্যাচে প্রায় একই একাদশ ছিল। আজকের কম্বিনেশনও বেশ ভালো ছিল।’

চট্টগ্রামের উইকেট নিয়ে সন্তুষ্ট তামিম। বললেন, ‘এবার বিপিএলের উইকেট খুবই ভালো। মিরপুর ও সিলেটের উইকেটও দারুণ ছিল। চট্টগ্রামের উইকেটের সঙ্গে বাউন্ডারির মাপও যথাযথ। এই ধরনের উইকেট এবং সঠিক সাইজের বাউন্ডারি থাকা উচিত।’ চট্টগ্রামের দর্শকদেরও প্রশংসা করেন তামিম, ‘এখানকার দর্শকেরা দারুণ। এবারের বিপিএলের বেশিরভাগ ম্যাচেই দর্শক উপস্থিতি ছিল ভালো। এটি আমাদের জন্য অনেক অনুপ্রেরণার।’

এদিন ছেলে আরহাম ইকবালের খেলা দেখতে মাঠে আসা নিয়েও কথা বলেছেন তামিম, ‘আমি যখন ব্যাট করছিলাম, তখন দেখার সুযোগ হয়নি আমার ছেলে কার সঙ্গে কথা বলছিল। তবে জানি, বাবার খেলা দেখতে সে ঢাকা থেকে চট্টগ্রামে এসেছে। বিশেষ করে এই ম্যাচ দেখার জন্য। আমি খুশি যে, সে দারুণ একটি ম্যাচ উপভোগ করতে পেরেছে। আমরা যেভাবে ম্যাচ শেষ করেছি, ১৪ ওভারে শেষ করতে পারলে আরও ভালো হতো। এতে আমরা সবকিছুতে এগিয়ে থাকতে পারতাম।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা