প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫ ২০:২৯ পিএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫ ২০:৩২ পিএম
গেল বছরই চুক্তি শেষ হয় বাংলাদেশ নারী এবং পুরুষ ফুটবল দলের দুই কোচের। এরপর থেকেই গুঞ্জন ছিল কোচ নিয়োগ নিয়ে। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে বুধবার রাতে আগের দুই কোচের সঙ্গেই চুক্তি নবায়ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। পুরুষ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের ক্যাবরেরার সঙ্গে ২০২৬ সালের এপ্রিলের ৩০ তারিখ পর্যন্ত চুক্তি নবায়ন করা হয়েছে। এ ছাড়া সাফজয়ী কোচ পিটার জেমস বাটলারের সঙ্গে চুক্তির মেয়াদ ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু।
বাফুফের একপক্ষ চায়নি ক্যাবরেরা থাকুক। আবার তার পক্ষে ভোট দিয়েছেন অনেকেই। এর মধ্যেই নতুন কোচের প্রোফাইল যাচাই-বাছাই করে দেখছে বাফুফে, এমন খবরও শোনা গেছে বিভিন্ন সময়। অবশেষে ঝুলে থাকা ইস্যুর সমাধান করল দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বাফুফে। বৃহস্পতিবার এ নিয়ে আমিরুল ইসলাম বলেন, ‘হাভিয়ের ক্যাবরেরা এবং সাফজয়ী নারী দলের কোচ পিটার বাটলার দুজনের সঙ্গেই বাফুফে চুক্তি নবায়ন করা হয়েছে। হাভিয়ের কাবরেরার সঙ্গে ২০২৬ সালের এপ্রিলের ৩০ তারিখ পর্যন্ত চুক্তি নবায়ন করা হয়েছে। এ ছাড়া সাফজয়ী কোচ পিটার বাটলারের সঙ্গে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চুক্তি নবায়ন করা হয়েছে।’
বর্তমানে দুই কোচই ছুটিতে। সামনে ফুটবলের ব্যস্ত সূচি অপেক্ষা করছে। দ্রুতই তারা দেশে ফিরবেনÑ এমনটাই জানিয়েছেন বাবু। এছাড়া নারী দলের ক্যাম্প ইতোমধ্যে শুরু হয়েছে। সরকারি কোচরা ক্যাম্পের ফুটবলারদের ট্রেনিং করাচ্ছেন। কোচ পিটার বাটলারের সঙ্গে সমন্বয় করেই ট্রেনিং পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন তিনি, ‘মেয়েদের ক্যাম্প শুরু হয়েছে। আমাদের সহকারী কোচরা তাদের ট্রেনিং করাচ্ছেন। কোচ পিটার বাটলারের সঙ্গে আলোচনা করেই তারা কোচিং করাচ্ছেন। কোচের দিকনির্দেশনা অনুযায়ী তারা কাজ করছেন।’ আপাতত অবশ্য নারী দলের সবাইকে পাওয়া যাচ্ছে না। অধিনায়ক সাবিনা খাতুনসহ বেশ কয়েকজন বাড়িয়ে নিয়েছেন ছুটির মেয়াদ।
এদিকে আগামী মার্চে ফিফা উইন্ডোতে মেয়েদের জন্য আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের চেষ্টা চালাচ্ছে বাফুফে। সেটার প্রস্তুতি হিসেবে ফেডারেশন ভবনের ক্যাম্পে ডাক পাওয়া ৩১ জনের মধ্যে ১৩ জন এসেছেন বুধবার প্রথম দিনে। এ ছাড়া ২৫ মার্চ ভারতের বিপক্ষে পুরুষ দলের এশিয়ান কাপে প্রথম ম্যাচের আগে সৌদি আরবে ক্যাম্প আয়োজনের চেষ্টা করছে বাফুফে।