× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ধর্ম ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেহরাব অপির বিশ্বাস

‘পারিশ্রমিক পেলে রাজশাহীর পারফরম্যান্স বদলে যাবে’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫ ১৭:১৫ পিএম

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫ ১৭:১৯ পিএম

‘পারিশ্রমিক পেলে রাজশাহীর পারফরম্যান্স বদলে যাবে’

একে তো মাঠে নেই ছন্দে, তার মধ্যে মেলেনি পারিশ্রমিক। এবারের বিপিএলে দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের মনের অবস্থা অনুমান করা কঠিন নয়। নিজেদের সর্বশেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসের কাছে এত বাজেভাবে হেরেছে দলটি, যা লেখা থাকবে ইতিহাসের পাতায়। তবে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির ম্যানেজার মেহরাব হোসেন অপি বিশ্বাস করেন, ক্রিকেটাররা পারিশ্রমিক পেলে মাঠের পারফরম্যান্সও বদলে যাবে।

পারিশ্রমিক না পেয়ে গতকাল বুধবার নিজেদের অনুশীলন বয়কট করে দুর্বার রাজশাহীর খেলোয়াড়রা। যদিও সন্ধ্যার পর থেকে খেলোয়াড়দের সঙ্গে বৈঠকের পর পারিশ্রমিক ইস্যুতে সমাধানের আশ্বাস দিয়েছে মালিকপক্ষ। সেই আশ্বাসের প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার এম. এ. আজিজ স্টেডিয়ামে অনুশীলনও করেছে এনামুল হকের দল। অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে খোলাখুলি কথা বলেন অপি।

দলের অব্যবস্থাপনা নিয়ে রাজশাহীর সমালোচনার পর তার সোজাসাপ্টা জবাব, ‘পারিশ্রমিকের জন্যই ক্রিকেটাররা খেলে। বিপিএল তাদের আয়ের বড় উৎস। ৩ তারিখে পেমেন্ট হওয়ার কথা ছিল। খেলার মাঠেই তার স্ত্রী অসুস্থ হন। বুকে বলের আঘাত লাগে। তিনি দেশের বাইরে যাওয়ায় পেমেন্ট দেরি হয়। গতকাল কথা হয়েছে, তিনি আশ্বস্ত করেছেন আজকের মধ্যেই ২৫ শতাংশ পেমেন্ট হয়ে যাবে।’

বিসিবির নিয়ম অনুযায়ী খেলোয়াড়দের চুক্তির পর টুর্নামেন্ট শুরুর আগেই প্রত্যেক খেলোয়াড়কে ৫০ শতাংশ পারিশ্রমিক দিয়ে দেওয়ার কথা ফ্র্যাঞ্চাইজিদের। টুর্নামেন্ট চলাকালীন ২৫ শতাংশ ও বাকি ২৫ শতাংশ টাকা দিতে হবে টুর্নামেন্ট শেষে। কিন্তু বিপিএলের অর্ধেক আসর শেষ হয়ে এলেও রাজশাহীর ক্রিকেটাররা কোনো টাকা না পাওয়ায় নতুন করে বিতর্কে জড়িয়েছে দেশের ক্রীড়াঙ্গন।  

এদিকে রাজশাহীর ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সাফ কথা, আজকের মধ্যে খেলোয়াড়দের পারিশ্রমিকের ২৫ শতাংশ টাকা নগদ দিতে হবে। এ ছাড়া ২৫ শতাংশ টাকার চেক দিতে হবে, যা আগামী তিন কর্মদিবসের মধ্যে উত্তোলনযোগ্য। এর অন্যথা হলে ফ্র্যাঞ্চাইজি বাতিল করাও হতে পারে। নতুন মালিক পাওয়া না গেলে দুর্বার রাজশাহীর দায়িত্ব নিতে পারে বিসিবি।

পরে দুর্বার রাজশাহীর অপারেশন ইনচার্জ জায়েদ আহমেদ ফ্র্যাঞ্চাইজি থেকে দেওয়া এক ভিডিও বার্তায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বৃহস্পতিবারের মধ্যেই তারা খেলোয়াড়দের ২৫ শতাংশ টাকা নগদ এবং ২৫ শতাংশ টাকার চেক দিয়ে দেবেন। অপির বিশ্বাস, পারিশ্রমিক পেয়ে গেলে ক্রিকেটাররা আরও উজ্জীবিত হবেন, ‘পেমেন্ট হয়ে যাওয়া মাত্রই, খেলোয়াড়দের আয়ের উৎস ভালো থাকলে মাঠে পারফরম্যান্সে প্রতিফলন ঘটে। আগামীতে ইনশাআল্লাহ পথচলা যাতে সুন্দর হয়।’

শুধু পারিশ্রমিক ইস্যুই নয়, ব্যবস্থাপনার দিক থেকে আরও নানা অনিয়ম আছে রাজশাহীর দলটির। যেমন ক্রিকেটারদের নেই নির্ধারিত কিট ব্যাগও। এ নিয়ে অপির ব্যাখ্যা, ‘কিট ব্যাগ ভারত থেকে অর্ডার করেছিলাম। হেলমেট, প্যাড ও গ্লাভস এসেছে। কিট ব্যাগ আনা হয়নি, বড় একটা কারণ ছিল। ইমিগ্রেশন থেকে ছাড়পত্র হয়নি। অন্যান্য দল হয়ত আরও আগে থেকে শুরু করেছিল। আমরা অনেক দেরিতে শুরু করেছি, যখন ঘনিয়ে আসে বিপিএল তখন অর্ডার করি।’

এদিকে ক্রিকেটাররা পারিশ্রমিক ইস্যুতে অনুশীলন বয়কট করলেও ফ্র্যাঞ্চাইজির দাবি ছিল, বিশ্রাম দেওয়া হয়েছিল ক্রিকেটারদের। অপি জানান, ‘বিপিএল আয়ের উৎস, আয় না থাকলে মান-অভিমান চলে আসে। সেখান থেকে খেলোয়াড়রা এই সিদ্ধান্ত নিয়েছিলেন। আমরা তাদের বিশ্রামের জন্যই বলেছিলাম। পরে যেটা হয়েছে তা আমরাও চাইনি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা