× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএল

জয়ে ফিরল বরিশাল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫ ১৭:০৩ পিএম

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫ ১৭:০৪ পিএম

জয়ে ফিরল বরিশাল

বিপিএলে জয়রথ ছুটে চলেছে ফরচুন বরিশালের। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা তাদের পলকে যুক্ত করলো আরেকটি জয়। বৃহস্পতিবার চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৮ উইকেটে জয় পেয়েছে তারা। প্রথমে ব্যাট করে বরিশালকে ১৪০ রানের লক্ষ্য দিয়েছিল রাজধানীর দল। জবাবে তামিমের ফিফটি আর মালানের অপরাজিত ৪৯ রানের ইনিংসে ভর করে ৪ ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে বরিশাল।

টানা ৬ ম্যাচ হারের পর সিলেটে সপ্তম ম্যাচে প্রথম জয়ের সাক্ষাৎ পায় ঢাকা। আর তামিমরা সবশেষ ম্যাচে রংপুরের কাছে হেরেছিল। চট্টগ্রাম পর্বে পৌঁছে ব্যর্থতার খোলসে ঢুকে পড়ল ঢাকা। আর জয়ের ধারায় ফিরেছে বরিশাল।

এদিন রান তাড়ায় শুরুতেই বিপদ বাড়ান নাজমুল হোসেন শান্ত (২)। তবে দ্বিতীয় উইকেটে জয়ের ভিত গড়ে দেন তামিম ও ডেবি মালান। দুজন ১১৭ রানের জুটি গড়েন। বাংলাদেশ জাতীয় দল থেকে সদ্য বিদায় নেওয়া তামিম আউট হলে তাদের জুটি ভাঙে। থিসারা পেরেরার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগ পর্যন্ত তিনি ৪৮ বলে ৬ চার ও ১ ছক্কায় ৬১ রান করেন।  অন্যদিকে ৪১ বল ৩ চার ও ১ ছক্কায় ৪৯ রানে অপরাজিত ছিলেন মালান। ৪ বলে ২ ছক্কার মারে ১৩ রান করে তাকে ফিফটি থেকে বঞ্চিত করেছেন জাহানদাদ খান। ঢাকার হয়ে ১টি করে উইকেট নিয়েছেন আবু জায়েদ ও পেরেরা।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে সবকটি উইকেট খুইয়ে ১৩৯ রান তুলতে সক্ষম হয় ঢাকা। ৪৪ বলে ৪ ছক্কা ও ২ চারে সর্বোচ্চ ৬২ রান করেন তানজিদ তামিম। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করেন ফরমানউল্লাহ। বরিশালের হয়ে তানভীর ইসলাম ৩৯ রান খরচে ৩ আর ফাহিম আশরাফ ২৩ রান খরচায় ২ উইকেট নেন।

এ জয়ে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে বরিশাল। ৭ ম্যাচের সব কটি জিতে শীর্ষে রংপুর রাইডার্স। ৮ ম্যাচের মধ্যে ৭ হারে তলানিতে ঢাকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা