প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫ ১৩:৪৪ পিএম
অস্ট্রেলিয়া সফরটা খুব একটা ভালো যায়নি ভারতের জন্য। ১০ বছর পর খুইয়েছে বোর্ডার-গাভাস্কার সিরিজ। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে এশিয়ার অন্যতম সেরা দলটি। এতকিছুর পর ভারতীয় দলে চলছে চুলচেরা বিশ্লেষণ। মুম্বাইয়ে অস্ট্রেলিয়ার সফর পর্যালোচনা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে অধিনায়ক, কোচ এবং নির্বাচকদের বৈঠকও চলেছে লম্বা সময় নিয়ে।
নতুন খবর প্রকাশ করেছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। তাদের ভাষ্য, ক্রিকেট বোর্ড ভারতের পুরুষ দলের কোচিং স্টাফে নতুন এক কোচ নিয়োগের সম্ভাবনা যাচাই করছে। আর সেই নতুন কোচ আসতে পারেন ব্যাটিং কোচের পদে। জানুয়ারির ১১ তারিখ মুম্বাইতে হওয়া রিভিউ মিটিংয়ে এই ব্যাপারে আলোচনা হয়। যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেওয়া হয়নি।
বিসিসিআই এবং টিম ম্যানেজমেন্টের মধ্যে আলোচনার সূত্রের বরাতে ক্রিকবাজ জানিয়েছে, বিসিসিআই তাদের সাপোর্ট স্টাফকে শক্তিশালী করার প্রয়োজনীয়তা অনুভব করছে। তাদের ভাষ্য, এমন কয়েকজন প্রাক্তন ক্রিকেটারের নাম বিবেচনা করা হচ্ছে, যারা ঘরোয়া ক্রিকেটে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বর্তমানে ভারতের কোচিং স্টাফে রয়েছেন, মর্নে মর্কেল (বোলিং কোচ), অভিষেক নায়ার (সহকারী কোচ), রায়ান টেন ডেসকাটে (সহকারী কোচ) এবং টি দিলীপ (ফিল্ডিং কোচ)। আর প্রধান কোচ হিসেবে আছেন গৌতম গম্ভীর।