বাংলাদেশ নারী ফুটবলের কোচ থাকছেন ইংল্যান্ডের পিটার জেমস বাটলার, সেটা অনুমেয়ই ছিল। তবে অনিশ্চিত ছিল পুরুষ দলের কোচের চাকরি। স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার ভাগ্য ভালো; শেষ পর্যন্ত দুজনের ব্যাপারেই ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
গতকাল বুধবার রাতে বাফুফের জরুরি কমিটির সভায় সভাপতি তাবিথ আউয়াল দুই কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির কথা অবহিত করেছেন সদস্যদের। ইংল্যান্ডে অবস্থান করা তাবিথ আউয়াল ভার্চুয়ালি এ সভা করেছেন। দুই কোচকে রেখে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সভায় অংশ নেওয়া এক সদস্য।
দুই কোচের চুক্তি অবশ্য দুই রকমভাবে নবায়ন করছে বাফুফে। জাতীয় দলের কোচ ক্যাবরেরার সঙ্গে নতুন চুক্তি ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত; অর্থাৎ ১৬ মাসের জন্য চুক্তি বৃদ্ধি করা হয়েছে তার। মূলত এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচ শেষ হওয়া পর্যন্ত থাকবেন গত সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে সেমিফাইনালে তোলা এ কোচ।
বাফুফের এলিট একাডেমির কোচ পিটার বাটলারকে এর আগে নারী দলের দায়িত্ব দেওয়া হয়েছিল সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে। তার নেতৃত্বেই ২০২৪ সালে বাংলাদেশ ধরে রেখেছে সাফ শিরোপা। দলের কিছু ফুটবলার পিটারের বিরুদ্ধে অবস্থান নিলেও বাফুফে তাতে গুরুত্ব দেয়নি। যোগ্যতার বিচারেই পিটার বাটলারের সঙ্গে চুক্তি নবায়ন করেছে।
বাটলারের সঙ্গে বাফুফের নতুন চুক্তি দুই বছরের। ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সাবিনা-তহুরাদের দায়িত্বে থাকবেন তিনি। নারী ফুটবল দলের সামনে সাফে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। সেই মিশনে ইংলিশ কোচ পিটার বাটলারকেই পাচ্ছেন মেয়েরা।