প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫ ১০:৩৯ এএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫ ১০:৫২ এএম
ঢাকা ও সিলেটের পর বিপিএলের উত্তাপ ছড়াতে যাচ্ছে বন্দরনগর চট্টগ্রামে। সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে বেলা ১টা ৩০ মিনিটে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। সন্ধ্যা সাড়ে ৬টায় দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে লড়বে স্বাগতিক চিটাগং কিংস। ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
ঢাকার পর সিলেট পর্বেও অপরাজিত রংপুর রাইডার্স টানা সাত ম্যাচ জিতে ১৪ পয়েন্টে টেবিলের শীর্ষে রয়েছে। চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে চিটাগং কিংস। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলা ফরচুন বরিশালের পয়েন্টও ৬, তবে নেট রানরেটে পিছিয়ে আছে ৩-এ। পাঁচ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ৪-এ খুলনা টাইগার্স। ছয় ম্যাচ করে খেলা সিলেট স্ট্রাইকার্স ও দুর্বার রাজশাহীর পয়েন্টও ৪ করে। সিলেট ৫-এ ও ৬-এ আছে রাজশাহী। আর সাত ম্যাচে মাত্র ১ জয়ে পয়েন্ট টেবিলের তলানিতে ঢাকা ক্যাপিটালস।
এবারের আসরে চট্টগ্রামে ১৬ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত হবে ১২টি ম্যাচ। অতীত হতাশা ভুলে চট্টগ্রাম পর্বে বাকি ম্যাচে সেরাটা দিতে মুখিয়ে পিছিয়ে পড়া দলগুলো। এরপর আবার ঢাকায় আসবে বিপিএল। ২৬ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রুপ পর্ব, এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনাল দিয়ে শেষ হবে একাদশতম আসর।