প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫ ১৯:৩১ পিএম
টেনিসের ইতিহাসে গ্র্যান্ডস্লামে সবচেয়ে বেশি ৪২৯ ম্যাচ খেলার রেকর্ড ছিল কিংবদন্তি রজার ফেদেরারের। অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে নেমে সেই কীর্তি পেছনে ফেললেন নোভাক জোকোভিচ। গ্র্যান্ডস্লামে সার্বিয়ান টেনিস তারকার ম্যাচ এখন ৪৩০টি। দারুণ কীর্তির দিনটাকেও স্মরণীয় করেছেন জোকোভিচ।
মেলবোর্নে প্রতিযোগিতার চতুর্থ দিনে জয় জোকোভিচ। পর্তুগালের জাইমে ফারিয়াকে হারিয়েছেন ৬-১, ৬-৭, ৬-৩, ৬-২ গেমে। তৃতীয় রাউন্ডে তিনি মুখোমুখি হবেন টমাস মাচাকের।
উন্মুক্ত যুগে জোকোভিচ, ফেদেরারের পর তৃতীয় সর্বোচ্চ ৪২৩ ম্যাচ খেলেছেন আমেরিকান টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। আর কোন খেলোয়াড়ের ৪০০ বা এর বেশি ম্যাচ খেলার নজির নেই। রাফায়েল নাদাল ৩৫৮ আর ভেনাস উইলিয়ামস খেলেছেন ৩৫৬ ম্যাচ।