× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কর্নওয়ালের বিপিএল শেষ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫ ১৬:৩৬ পিএম

কর্নওয়ালের বিপিএল শেষ

একেকজন খেলোয়াড় একেক জিনিসের জন্য বিখ্যাত। মারকাটারি ব্যাটিং করে কেউ থাকেন আলোচনায়, কেউবা বিখ্যাত অদ্ভুতুড়ে বোলিংয়ের জন্য। কেউ কেউ প্যাশনের জন্য আলদা নজর কাড়েন। ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার রাহকিম কর্নওয়াল বিধ্বংসী ব্যাটিং ছাড়াও নিজের শারীরিক গঠনের জন্য বেশ চর্চিত। 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসরে সিলেট স্ট্রাইকার্সে যোগ দিয়েছিলেন ক্যারিবিয়ান দানব। প্রথম দিকে অসুস্থতার জন্য মাঠে নামতে পারেননি। পরে অবশ্য খেলেছেন। তাতে নিজ এবং দলের জন্য কিছুই উপহার দিতে পারেননি। ওপেনার হিসেবে ৩ ম্যাচ খেলে রান করেছেন ১৮, ০ ও ৪। ব্যাটে রান না পেলেও বল হাতে ভালোই করেছেন এই অলরাউন্ডার।  তিন ম্যাচে তুলেছেন চার উইকেট। 

অবশ্য এখানেই থামতে হচ্ছে কর্নওয়ালকে। বিপিএলে দেখা যাবে না তাকে। চোটে পড়ে ইতোমধ্যে দেশে ফিরে গেছেন সিলেটের বিদেশি এই অলরাউন্ডার। সিলেটের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়েছে। এক পোস্টে বলা হয়েছে, ‘ক্রিকেট–সমর্থকদের জন্য দুঃসংবাদ। চোটের কারণে রাকিম কর্নওয়াল বিপিএল ছাড়ছেন।’ ভিডিওতে কর্নওয়াল বলেছেন, ‘বিদায় বাংলাদেশ। আপনাদের সঙ্গে আবার সিলেটে দেখা হবে।’

বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের অবস্থান পয়েন্ট তালিকার তলানির দিকে। ৬ ম্যাচে জয় পেয়েছে মাত্র ২টিতে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা