বিপিএল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫ ১৪:৫০ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫ ১৫:৩৯ পিএম
দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা
পারিশ্রমিক না পেয়ে আজ বুধবারের (১৫ জানুয়ারি) অনুশীলন বয়কট করেছে দুর্বার রাজশাহী। আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে ৫০ শতাংশ পারিশ্রমিক না পেলে পরের ম্যাচ না খেলার হুমকি দিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির ক্রিকেটাররা। দলটির বিপক্ষে এক ক্রিকেটার খবরটি নিশ্চিত করেছেন।
আজ সকাল ১০টা থেকে অনুশীলন করতে মাঠে নামার কথা ছিল রাজশাহীর। তবে সকাল পৌনে এগারোটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটি জানিয়েছে, আজকের অনুশীলন বাতিল করা হয়েছে। ম্যানেজমেন্ট হঠাৎ অনুশীলন বাতিলের কারণ ব্যাখ্যায় বিশ্রামের কথা জানাচ্ছে। কিন্তু পরে খোঁজ নিয়ে জানা যায়, অনুশীলন বাতিলের কারণ অন্য কিছু।
ফ্র্যাঞ্চাইজিটির এক ক্রিকেটার জানিয়েছেন, বিপিএল প্রায় অর্ধেকটা শেষ। কিন্তু দলটির খেলোয়াড়রা এখনো কোনো টাকা পাননি। এ জন্য অনুশীলন বর্জন করেছেন তারা। দেশিদের সঙ্গে বিদেশি ক্রিকেটাররাও পারিশ্রমিক পাননি। অবশ্য জানা গেছে, ২৫ শতাংশ করে পারিশ্রমিক গেছে কোচদের অ্যাকাউন্টে।
বিপিএলে ফিরে ভালো কিছু করতে পারছে না রাজশাহী। ৬ ম্যাচে মাত্র দুই জয়ে সাত দলের পয়েন্ট টেবিলের ছয় নম্বরে পড়ে রয়েছে এনামুল হক বিজয় ও তাসকিন আহমেদরা। চট্টগ্রাম পর্বে চারটি ম্যাচ খেলবে ফ্র্যাঞ্চাইজিটি।