× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে তাসকিন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫ ১৩:৪৬ পিএম

তাসকিন আহমেদ

তাসকিন আহমেদ

বিখ্যাত সাময়িকী উইজডেনের বর্ষসেরা একাদশে বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন কেবল একজন। তিনি আর কেউ নন তাসকিন আহমেদ। বছরজুড়ে ওয়ানডে সংস্করণে  নৈপুণ্য দেখিয়ে তারকা এ পেসার নাম লিখেছেন বর্ষসেরা স্কোয়াডে। 

তাসকিনের বছরশেষে উইকেট ১৪টি। বছরের শেষটা ভালো না গেলেও মার্চে শ্রীলঙ্কা সিরিজে ছিলেন বেশ উজ্জ্বল। তিন ম্যাচেই শিকার করেছিলেন ৮ উইকেট।

গত বছর সবচেয়ে বেশি ১৮ ওয়ানডে খেলেছে শ্রীলঙ্কা। অন্যদিকে নিউজিল্যান্ড আর ভারত খেলেছে ৩টি করে একদিনের ম্যাচ। ক্রিকেটের বিখ্যাত সাময়িকী উইজডেনের বর্ষসেরা একাদশেও দেখা মিলল তার প্রভাব। ক্রিকেটের বিগ থ্রি খ্যাত তিন দেশ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারত থেকে বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন মাত্র একজন করে। 

উইজডেনের বর্ষসেরা দলে ওপেনার সাইম আইয়ুব ও পাথুম নিশাঙ্কা। ওয়েস্ট ইন্ডিজের কেসি কার্টি পূরণ করেছেন টপঅর্ডার। ইংল্যান্ডের  বিপক্ষে সিরিজে ছিল এক সেঞ্চুরি। বাংলাদেশকেও ভুগিয়েছেন ওয়ানডে ফরম্যাটে। 

বর্ষসেরার স্কোয়াডে উইকেটরক্ষক আর ব্যাটিং দুই দিকেই ভরসা কুশাল মেন্ডিস। মিডলঅর্ডারে অলরাউন্ডার সমস্যার সমাধান আজমতউল্লাহ ওমরজাই। তার মিডলঅর্ডার সঙ্গী ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন এবং ওয়েস্ট ইন্ডিজের শারফেইন রাদারফোর্ড।

দলে স্বীকৃত স্পিনার শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। আরেক স্পিনার এএম গাজানফার।পেসার হিসেবে তাসকিনের সঙ্গী শাহিন আফ্রিদি।

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশ: সাইম আইয়ুব, পাথুম নিশাঙ্কা, কেসি কার্টি, কুশল মেন্ডিস, আজমতউল্লাহ ওমরজাই, লিয়াম লিভিংস্টোন, শেরফান রাদারফোর্ড, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শাহীন শাহ আফ্রিদি, এএম গাজানফার ও তাসকিন আহমেদ। 
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা