ইংলিশ প্রিমিয়ার লিগ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫ ১০:১৪ এএম
পয়েন্ট খোয়াল ম্যানচেস্টার সিটি
প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে ফোডেনের নৈপুণ্যে দুই গোলে লিড নিয়েছিল ম্যানসিটি। পরে গোল ব্যবধান কমানো ইয়োয়ান মুসা। ক্রিস্টিয়ানের গোলে ২-২ সমতা নিয়ে সমাপ্ত হয় ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি।
অথচ জয় ছিল হাতের কাছে। ব্রেন্টফোর্ডের বিপক্ষে ২-১ গোলে এগিয়ে কোচ পেপ গার্দিওলার শিষ্যরা। ইনজুরি টাইমে ম্যাচের চিত্রনাট্য বদলে যায়। অতিথি সিটির জালে বল জড়ান ক্রিশ্চিয়ান নরগার্ড।
সিটি ২-০ গোলে জয়ের স্বপ্ন বুঁনেছিল। কিন্তু মিনিট দশেকের মাঝে স্কোরলাইন গিয়ে দাঁড়ায় ২-২ এ। তাতে ফের হোঁচট খেল ম্যানচেস্টারের এ জায়ান্ট ক্লাবটি। ফিল ফোডেনের গোলে ২-০ গোলে এগিয়ে থাকা ম্যাচটা শেষে থেকে যায় অমীমাংসিত।
ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দুই ও সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে টানা তিন জয়ের পর ফের পয়েন্ট খোয়াল ম্যানচেস্টার সিটি। ২১ ম্যাচে ১০ জয় ও ৫ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে সিটি। ২৮ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে অবস্থান ব্রেন্টফোর্ড।
এদিকে নটিংহ্যাম ফরেস্ট নিজেদের মাঠে ১-১ গোলে রুখে দিয়েছে লিভারপুল। এ ম্যাচে পয়েন্ট হারালেও ২০ ম্যাচে ১৪ জয় ও ৫ ড্রয়ে ৪৭ পয়েন্ট নিয়ে সবার ওপরেই রয়েছে অলরেডরা। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৪১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠেছে নটিংহ্যাম। ২০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে আর্সেনাল।
অন্য ম্যাচে বোর্নমাউথের সঙ্গে ২-২ গোলে ড্র করা চেলসি ২১ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে রয়েছে চারে।