× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফাহিমের পদত্যাগ দাবি

টুর্নামেন্ট বর্জনের হুমকি দিয়ে সংশোধনী বাতিলে বিসিবিকে আল্টিমেটাম ক্লাব সংগঠকদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫ ০০:৩৯ এএম

টুর্নামেন্ট বর্জনের হুমকি দিয়ে সংশোধনী বাতিলে বিসিবিকে আল্টিমেটাম ক্লাব সংগঠকদের

বিসিবি'র গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাবনা প্রত্যাহার না করলে সব ধরনের টুর্নামেন্ট বর্জনের হুমকি দিয়েছে ঢাকার ক্লাবগুলো। সঙ্গে বোর্ডকে খসড়া সংশোধনী বাতিলের জন্য তিন দিনের আল্টিমেটামও দিয়েছে সংগঠকরা। সংশোধনীতে ঢাকার ক্লাবগুলোর কর্তৃত্ব কমিয়ে প্রস্তাবনা দেওয়াটা কিছুতেই মানতে পারছে না তারা। 

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) নিয়ন্ত্রণাধীন ক্লাবগুলোর সংগঠকরা আয়োজিত এক মতবিনিময় সভায় প্রস্তাবিত সংশোধনীও প্রত্যাখ্যান করেছেন। 

প্রস্তাবিত সংশোধনী বাতিল ও সংশোধনী কমিটির আহ্বায়ক ফাহিমের পদত্যাগ চেয়ে লিজেন্ডেস অব রূপগঞ্জের জয়েন্ট সেক্রেটারি আহমেদ এসএম রুবেল বলেন, ‘শুক্রবারের মধ্যে প্রস্তাবনা খসড়া পুনঃরায় তৈরি করতে হবে। শনিবার আমরা বিসিবিতে যাব। আর এটা বাতিল না হওয়া পর্যন্ত কোনো লিগে অংশগ্রহণ করবে না ক্লাবগুলো। সংশোধনী কমিটির আহ্বায়ক ফাহিমকে পদত্যাগ করতে হবে।’

সভা শেষে সংশোধনী প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলনে বিসিবির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম বাবু বলেন, 'যে জিনিসগুলো করা হয়েছে গঠনতন্ত্রে, আমাদের ক্লাবগুলোকে অপমান করা হয়েছে। ঢাকা লিগের ক্লাবগুলো যে অবদান রেখেছে ক্রিকেটের উন্নয়নে, খেলোয়াড় সৃষ্টিতে, স্বাধীনতা থেকে এই পর্যন্ত, তাদেরকে প্রস্তাবিত গঠনতন্ত্রে অপমানিত করা হয়েছে। ১২ জন বোর্ড ডিরেক্টর থেকে চার জনে নিয়ে আসা হয়েছে, ৭৬ জন কাউন্সিলর থেকে ৩০ জনে নিয়ে আসা হয়েছে। এটা মানার যোগ্য না।'

বিসিবির সব ধরনের টুর্নামেন্ট বর্জনের হুমকি দিয়ে রফিকুল ইসলাম যোগ করেন, 'আগামী তিন দিনে মধ্যে যদি একটা সিদ্ধান্ত না দেয় তাহলে সমস্ত ক্লাবগুলো খেলা থেকে বিরত থাকবে। যতদিন পর্যন্ত এটা সংশোধন না করা হয়।' 

ফাহিমের পদত্যাগ দাবি করে রফিকুল বলেন, 'উনি যে কাজটা করেছেন সবাইকে বিতর্কের মুখে ফেলে দিয়েছেন। আমাদের সংগঠকরা ক্ষোভের মুখে বলতে পারে, যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, ঢাকার ক্লাবগুলো যদি না চায় তাহলে বোর্ড চালানোর ক্ষমতা কারও নেই।'

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা