প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫ ১৯:৪০ পিএম
অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে অসাধারণ জয়ের মাধ্যমে ২০২৫ মৌসুম শুরু করেছেন এমা রাদুকানু। পিঠের চোটের কারণে প্রস্তুতি ব্যাহত হওয়া ব্রিটিশ তারকা হারিয়ে দিয়েছেন রাশিয়ার ২৬তম বাছাই একাতেরিনা আলেকজান্দ্রোভাকে। মঙ্গলবার তার বিপক্ষে জিতেছেন ৭-৬ (৭-৪) ৭-৬ (৭-২) গেমে।
বেসলাইন থেকে হিটে ডাবল ফল্টের কারণে বাধাগ্রস্ত হন এবং ছয়বার সার্ভ হারান রাদুকানু। ২০২১ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন ১৫টি ডাবল ফল্ট করেন। যার মধ্যে ব্রেক পয়েন্টে একটি। তবে সেখান থেকে তিনি দারুণভাবে ঘুরে দাঁড়ান এবং শেষ পর্যন্ত ম্যাচটাও জেতেন ২২ বছর বয়সি এই তরুণি।
বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ের ৬১ নম্বরে থাকা রাদুকানু পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে আরেকজন উচ্চতর র্যাঙ্কিং খেলোয়াড় আমান্ডা আনিসিমোভার। বর্তমানে ৩৫তম স্থানে রয়েছেন আমেরিকান টেনিস খেলোয়াড়। সর্বশেষ বৃহস্পতিবারের ম্যাচে আর্জেন্টিনার মারিয়া লর্ডেস কার্লকে ৬-২, ৬-৩ গেমে হারিয়েছেন ২৩ বছর বয়সি টেনিস তারকা।