× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ধর্ম ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিএসএল ২০২৫

পিএসএলে ৬ দলের স্কোয়াড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫ ১৬:১৯ পিএম

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫ ১৬:২২ পিএম

পিএসএলে ৬ দলের স্কোয়াড

বর্ণিল এক আয়োজনে হয়ে গেল পাকিস্তান সুপার লিগের দশম আসরের প্লেয়ার্স ড্রাফট। গতকাল মঙ্গলবার লাহোরের ঐতিহাসিক হাজুরি বাগে অনুষ্ঠিত এই নিলামে পছন্দের ক্রিকেটারদের ভিড়িয়েছে অংশগ্রহণকারী ৬ ফ্র্যাঞ্চাইজি।

পিএসএলের ড্রাফটে নাম ছিল ৩৯ জন বাংলাদেশির ক্রিকেটারের। তাদের মধ্যে দল পেয়েছেন মাত্র তিনজন নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন।

 সবার আগে দল পেয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। গোল্ড ক্যাটাগরিতে লিটনকে ভিড়িয়েছে করাচি কিংস। তার মূল্য ৫০ হাজার ডলার। সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন লিটন দাস। ২৫ হাজার ডলারে তাকে কিনেছে করাচি কিংস। একই ক্যাটাগরি থেকে দল পেয়েছেন স্পিনার রিশাদ হোসেনও। ২৫ হাজার ডলারে তাকে দলে নিয়েছেন লাহোর কালান্দার্স।

৮ এপ্রিল শুরু হবে পিএসএল। ১৯ মে করাচিতে হবে এবারের আসরের ফাইনাল।

কোয়েটা গ্ল্যাডিয়েটর্স : ফিন অ্যালেন, মার্ক চাপম্যান, আবরার আহমেদ, মোহাম্মদ আমির, রাইলি রুশো, মোহাম্মদ জিসান, দানিশ আজিজ, কুশল মেন্ডিস, শন অ্যাবট, আকিল হোসেন, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সৌদ শাকিল, ফাহিম আশরাফ, খাজা নাফে, উসমান তারিক, হাসিবুল্লাহ খান, খুররাম শেহজাদ, কাইল জেমিসন, হাসান নওয়াজ।

লাহোর কালান্দার্স : ফখর জামান, শাহীন শাহ আফ্রিদি, ড্যারিল মিচেল, কুশল পেরেরা, হারিস রউফ, সিকান্দার রাজা, টম কারান, সালমান আলী মির্জা, মোহাম্মদ নাঈম, জামান খান, জাহানদাদ খান, আব্দুল্লাহ শফিক, রিশাদ হোসেন, মোহাম্মদ আখলাক, ডেভিড ভিসা, আসিফ আলী, আসিফ আফ্রিদি, মোমিন কামার, মোহাম্মদ আজাব।

মুলতান সুলতানস : মোহাম্মদ রিজওয়ান, উসামা মির, মাইকেল ব্রেসওয়েল, ডেভিড উইলি, ইফতিখার আহমেদ, উসমান খান, আমের আজমাত, জনসন চার্লস, ইয়াসির খান, শহিদ আজিজ, উবাইদ শাহ, তৈয়ব তাহির, জশ লিটল, গুদাকেশ মোটি, আকিফ জাভেদ, ফয়সাল আকরাম, মোহাম্মদ হাসনাইন, ক্রিস জর্ডান, কামরান গুলাম।

পেশোয়ার জালমি : বাবর আজম, সাইম আইয়ুব, টম কোহলার ক্যাডমোর, মোহাম্মদ হারিস, করবিন বশ, মোহাম্মদ আলী, নাহিদ রানা, আহমেদ ড্যানিয়েল, আলজারি জোসেফ, হুসেইন তালাত, আব্দুল সামাদ, মেহরান মুমতাজ, আসিফ ইয়াকুব, সুফিয়ান মুকিম, নাজিবুল্লাহ জাদরান, আলি রাজা, ম্যাক্স ব্রায়ান্ট, মাজ সাদাকাত।

করাচি কিংস : ডেভিড ওয়ার্নার, অ্যাডাম মিলনে, লিটন দাস, আব্বাস আফ্রিদি, জেমস ভিন্স, কেইন উইলিয়ামসন, হাসান আলী, খুশদিল শাহ, মোহাম্মদ নবী, ওমর বিন ইউসুফ, মির্জা মামুন ইমতিয়াজ, রিয়াজউল্লাহ, ফাওয়াদ আলী, শান মাসুদ, আমের জামাল, ইরফান খান নিয়াজি, টিম সেইফার্ট, জাহিদ মাহমুদ, আরাফাত মিনহাস, মির হামজা।

ইসলামাবাদ ইউনাইটেড : নাসিম শাহ, শাদাব খান, ম্যাথু শর্ট, হায়দার আলী, সালমান আলী আগা, আজম খান, ইমাদ ওয়াসিম, জেসন হোল্ডার, বেন ডেয়ারহিস, রাইলি মেরেডিথ, স্যাম বিলিংস, রাসি ফন ডার ডুসেন, কলিন মুনরো, রুম্মন রেইস, আন্দ্রেস গুস, মোহাম্মদ নওয়াজ, হুনাইন শাহ, সালমান ইরশাদ, সাদ মাসুদ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা