প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫ ১৪:৪৮ পিএম
অনেক দিন ধরেই গুঞ্জন— ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটি ছাড়ছেন দলটির বাংলাদেশি ডিফেন্ডার হামজা দেওয়ান চৌধুরী। শেষ পর্যন্ত সেটিই সত্যিই হতে চলল। শীতকালীন দলবদলেই লেস্টার সিটি ছাড়তে যাচ্ছেন তিনি; ধারে বাকি মৌসুমের জন্য খুঁজে নিচ্ছেন নতুন ক্লাব। ব্রিটিশ গণমাধ্যমগুলোয় সংবাদ, দুই পক্ষের মাঝে চুক্তিটা প্রায় পাকা হয়ে গেছে। দেখার বিষয়, সত্যি ধারে যাচ্ছেন না কি পুরোপুরিই শৈশবের ক্লাব ছাড়ছেন হামজা।
হামজাকে নিয়ে গুঞ্জন ছিল শেফিল্ড ইউনাইটেড ঘিরে। ইংলিশ ফুটবলের ২য় বিভাগের লিগ ‘চ্যাম্পিয়নশিপে’ যাচ্ছেন হামজা। বেশ কিছুদিন ধরেই দ্য ব্লেডসদের নজরে ছিলেন হামজা। এই চুক্তির জন্য বেশ মুখিয়ে ছিল গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমন হওয়া দলটা।
এদিকে চলতি সপ্তাহের এফএ কাপের ম্যাচে কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামেননি হামজা। ধারণা করা হচ্ছে, এ সপ্তাহেই শেফিল্ডের হয়ে চুক্তিটা সেরে নেবে লেস্টার সিটি। সে কারণেই ম্যাচ খেলিয়ে বাংলাদেশি তারকার ওপর ঝুঁকি নিতে চায়নি তারা।
চ্যাম্পিয়নশিপে শেফিল্ডের অবস্থান বর্তমানে তিনে। দুইয়ে থাকা বার্নলির সমান ৪৯ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে আছে তালিকার ৩য় স্থানে।
ইংলিশ ফুটবলের কাঠামো অনুযায়ী, প্রথম বিভাগ চ্যাম্পিয়নশিপের ৩য় থেকে ৬ষ্ঠ স্থানে থাকা চারদল অংশ নেয় ইংলিশ প্রিমিয়ার লিগ কোয়ালিফিকেশনে। শেফিল্ড আপাতত আছে সেই স্থানে। যেখানে তাদের সঙ্গে অবস্থান করছে সান্ডারল্যান্ড, মিডলসবরো, ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন। আর এই লিগে শীর্ষে আছে লিডস ইউনাইটেড।
প্রিমিয়ার লিগেও লেস্টার যে খুব সুবিধাজনক অবস্থায় আছে এমনটা বলার সুযোগ নেই। ২০ ম্যাচে মাত্র ১৪ পয়েন্ট নিয়ে তারা আছে অবনমন অঞ্চলে। ১৯তম স্থানে ২০১৬ সালের লিগ চ্যাম্পিয়নরা। শেষ ৫ ম্যাচেই হার তাদের।
লেস্টারে অবশ্য পর্যাপ্ত ম্যাচ খেলারই সুযোগ পাচ্ছেন না হামজা। দলবদলের পর শেফিল্ডের জার্সিতে অন্তত নিয়মিত মাঠে নামতে পারবেন তিনি। সেদিক বিবেচনায় প্রিমিয়ার লিগ ছাড়লেও খুব একটা আক্ষেপ পোড়াবে না হামজা চৌধুরীর ভক্তদের।