প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫ ০৯:১৮ এএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫ ১০:৪১ এএম
কাকে খেলাবে, কাকে খেলাবে না এমন সিদ্ধান্ত কেবল নির্বাচকদেরই। চ্যাম্পিয়নস ট্রফির দলে নিজের বাদ পড়া নিয়ে লিটন দাসের এমন মন্তব্য অল্প ও সহজ দৃষ্টিতে দেখা হলেও এর গভীরতা অনেক। খেলোয়াড়দের কাজ পারফর্ম করে যাওয়া, পরের ম্যাচের জন্য চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করা। তবে এই মুহূর্তে বাংলাদেশি উইকেটরক্ষক ব্যাটারের চেয়ে তা ভালো আর কে জানে? বিসিবির চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণার ১২ ঘণ্টা না পেরোতেই লিটন যা করে দেখালেন, এক কথায় তা অতি মানবীয়। তানজিদ হাসান তামিমকে নিয়ে বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ (২৫৪) ওপেনিং জুটি গড়েছেন। টি-টোয়েন্টিতে নিজেও পেয়েছেন প্রথম সেঞ্চুরির স্বাদ। তার শতক এসেছে মাত্র ৪৪ বলের কনকর্ডে চড়ে। তার বিস্ফোরক ব্যাটিংয়ে ভেঙেছে অসংখ্য রেকর্ড। মূলত এর পরই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটারের পক্ষে ব্যাট ধরেছেন সাবেক ক্রিকেটাররা।
লিটন আক্ষেপ-ক্ষোভ পরিণত করেছেন শক্তিতে। জবাবট দিয়েছেন মাঠেই। ঠোঁটকাটা বলে যে ‘অপবাদ’ তা চেপে রেখে বরং ঝাল মিটিয়েছেন দুর্বার রাজশাহীর বোলারদের ওপর। খেলেছেন ১২৫ রানের অপরাজিত ইনিংস। বাইশগজের ৯৩ মিনিটের এই সময়ে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামভর্তি দর্শকদের বাধ্য করেছেন ‘লিটন’ ‘লিটন’ স্লোগান ওঠাতে। ৯ ছক্কা, ১০ চারে সাজানো ইনিংসেÑ যতটা না প্রান্ত বদল করেছেন, তার চেয়েও বেশি রান তুলেছেন বলকে সীমানাছাড়া করে।
লিটনের এই অনিন্দ্যসুন্দর ইনিংসের পেছনে কী কাজ করেছে, জেদ? এভাবেই দেখছেন অনেকে। বলাবাহুল্য, গত বছর সর্বশেষ তিন টি-টোয়েন্টিতে তার ব্যাট থেকে আসে যথাক্রমে ০, ৩ ও ১৪ রান। এর আগে ওয়ানডে সিরিজে তার গ্রাফটা ছিল আরও নিম্নমুখী। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ওয়ানডে মিলিয়ে করেছেন মোটে ৬ রান। বিপিএলের একাদশ আসরে তার যাত্রাটা যে সুখকর, তাও নয়। প্রথমদিকের চার ম্যাচে দুই অঙ্কের রান পেয়েছেন একবার। তবে সর্বশেষ দুই ম্যাচে নিজেকে ছাড়িয়ে যাওয়ার গল্প। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৭৩ রান করা লিটন চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণার দিনে খেলেছেন ১২৫ রানের ইনিংস। এতসব ইনিংস আর জোয়ার-ভাটার গল্পের উত্তর কেবল এক লাইনেই দিয়েছেন লিটন। তার কথায় ‘কোনো জেদ থেকে এই সেঞ্চুরি নয়। বরং নির্বাচকেরা যেটা ভালো মনে করেছেন, সেভাবেই দল গড়েছেন।’
চ্যাম্পিয়নস ট্রফি দলে লিটন নেই, তবুও রবিবার দিনটি ছিল তারই। লিটন জানান, ‘এটা সম্পূর্ণ নির্বাচকদের সিদ্ধান্ত। উনারা মনে করেছেন এই মুহূর্তে আমি টিমে ফিট হচ্ছি না, তাই নেই। আবার আমার খেলা দেখে মনে করেন যে আমি ফিট হওয়ার মতো, তাহলে হয়তো তারা আমাকে ফেরাতে পারেন।’ দলে থাকা বা না থাকাটা যেহেতু পুরোই নির্বাচকদের হাতে, তাই এসব নিয়ে ভাবতেও চান না লিটন । মনোযোগ রাখতে চান শুধুই নিজের খেলায়, ‘আমার কাজ হচ্ছে পারফর্ম করা, যেটা করতে পারছিলাম না এত দিন। ওটার জন্য আপসেট ছিলাম। আমি সব সময় বলি, আজকের দিনটা এরই মধ্যে অতীত। আমি হয়তো একটা ভালো ইনিংস খেলেছি, কিন্তু পরের ম্যাচে আবার আমাকে জিরো থেকেই করতে হবে। অবচেতন মনে এটাই থাকবে যে আবার নতুন করে আমাকে ইনিংস গোছাতে হবে।’
আট জাতির আসন্ন টুর্নামেন্টের জন্য প্রাথমিক ১৫ সদস্যের স্কোয়াডে লিটন নেই সত্য। তবে পরবর্তীতে তার ডাক পড়ার সুযোগও আছে। এদিকে অভিজ্ঞ একজন ব্যাটারকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার বিষয়টি মেনে নিতে পারেননি সাবেক ক্রিকেটাররা। বিপিএলে ধারাভাষ্য দিতে আসা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তির বোলার কার্টলি অ্যামব্রোস গণমাধ্যমকে বলেছেন, ‘আমি জানি সে (লিটন) দলে জায়গা পায়নি। দারুণ একটি ইনিংস খেলেছে সে। বাংলাদেশের নির্বাচকরা তাকে জায়গা দিতে পারে কি না ভেবে দেখতে পারে। কারণ সে দারুণ ফর্মে আছে। ক্লাস প্লেয়ার। সে দলে না থাকাতে আমি কিছুটা অবাক হয়েছি ।’
লিটন বাদ পড়ায় বেজায় চটেছেন জাতীয় দলের সাবেক স্পিনার মোহাম্মদ রফিক। বলেছেন, ‘লিটন অনেক রান করেছে। তার মতো একজনকে যদি আপনি একেবারেই বাদ করে দেন সেটা কেমন দেখায়! এখন তার পাশে কেউ নেই। এটা তার জন্য হতাশাজনক। তার জায়গায় অন্য কেউ সেট হতে পারবে কি না সেটাই এখন দেখার বিষয়।’ সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতহার আলী খান বলেছেন, ‘আমি মনে করি লিটনকে সুযোগ দেওয়া উচিত ছিল। সে আউট অব ফর্মে ছিল। কিন্তু সবশেষ ম্যাচগুলোতে সে ভালো করছে। সে বিবেচনা করে তাকে সুযোগ দেওয়া উচিত ছিল। কারণ চ্যাম্পিয়নস ট্রফি সেরা আটটি দল খেলবে।’ লিটনের বিস্ফোরক ইনিংস নিয়ে সাবেক অধিনায়ক ও টেস্টের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ার আশরাফুল বলেছেন, ‘লিটন সবশেষ যে দুটি ম্যাচে রান করেছে সেটা ভেরি গুড ব্যাটিং। কিন্তু প্রতিপক্ষের বোলিং ছিল বেশ দুর্বল। আন্তর্জাতিক ক্রিকেটে যেভাবে চিন্তা করছেন, এটা তাকে আত্মবিশ্বাস দিবে। তবে প্রতিপক্ষ দলের বোলিংয়ের ব্যাপারটা আপনাকে হিসেব করতে হবে।’
সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন বলেছেন, ‘লিটন এমন একজন প্লেয়ার, সে যেকোনো দিন জ্বলে উঠতে পারে। লিটন প্রমাণিত। বৈশ্বিক ইভেন্টে সে ভালো করে। তাকে নিয়ে কী চিন্তাভাবনা করছে জানি না। আশা করি লিটন দ্রুত ফিরবে। আমার মনে হয় না লিটন বেশিদিন দলের বাইরে থাকবে ।’