বিপিএল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫ ২৩:৫৫ পিএম
এভাবেও ম্যাচ হারা যায়! রংপুর রাইডার্সের জয়রথ থামাতে তিন ওভারে খুলনা টাইগার্সের দরকার ছিল স্রেফ ২২ রান, হাতে ৭ উইকেট। টি-টোয়েন্টি ক্রিকেটে এই রান তোলা যেকোনো দলের পক্ষেই পানির মত সহজ। কিন্তু সেট ব্যাটসমান আফিফ হোসেন ধ্রুব বিদায়ই যেন কাল হয়ে দাঁড়াল। ছন্দ হারিয়ে হুড়মুড়িয়ে উইকেট বিলিয়ে রংপুরকে ৮ রানের নাটকীয় এক জয় উপহার দিল খুলনা। যা নুরুল হাসান সোহানের রংপুরের টানা সপ্তম জয়।
বিপিএলের সিলেট পর্বের শেষ ম্যাচে সোমবার টস জিতে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান করে রংপুর রাইডার্স। জবাবে একপর্যায়ে জয়ের খুব সন্নিকটে থাকলেও শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে ৯ উইকেট হারিয়ে ১৭৮ রানের বেশি করতে পারেনি খুলনা টাইগার্স।
রংপুর রাইডার্সের ব্যাটিংয়ে ঝড় তুলে ম্যাচসেরা হন খুশদিল শাহ। ৩৫ বলে ৬ ছক্কা ও ৪ বাউন্ডারিতে ৭৩ রান করেন তিনি। আরেক পাকিস্তানি ব্যাটার ইফতিখার আহমেদ ৩৬ বলে ৪৩ এবং ওপেনার তৌফিক খানের ব্যাট থেকে আসে ৩০ বলে ৩৬ রান। খুলনার ইনিংসে ৪১ বলে সর্বোচ্চ ৫৮ রান করেন ওপেনার নাঈম শেখ। মেহেদি হাসান মিরাজ ২৪ বলে ৩৯ ও আফিফ ১৫ বলে ২৯ রান করেও খুলনার হ্যাটট্রিক হার ঠেকাতে পারেননি।