প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫ ২০:৫৪ পিএম
দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের টানাটানিতে অনিশ্চয়তা যা ছিল তা আগেই কেটে গেছে। পাকিস্তান ভারতে সফর করবে না এবং ভারত পাকিস্তানে খেলতে যাবে না এই শর্তে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হবে হাইব্রিড মডেলে। পাকিস্তানের তিন শহর ও দুবাইয়ে আট জাতির এই টুর্নামেন্ট গড়াবে আগামী ১৯ ফেব্রুয়ারি। তার আগে অংশগ্রহণকারী দলগুলোকে প্রাথমিক স্কোয়াড পাঠানোর সময় বেঁধে দিয়েছিল আইসিসি। গতকাল রবিবার সময়সীমার শেষদিনে এসে দলবেঁধে স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নবাগত আফগানিস্তান।
পাকিস্তানের চমক ফখর-ইমাম
ফখর জামানকে ফেরানো হবে কি হবে না, তা নিয়ে আলোচনা ছিল বিস্তর। বোর্ডের
সমালোচনা করায় কদিন আগেও তাকে কারণ দর্শানোর নোটিস দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড
(পিসিবি)। এমনকি তাকে দলে না রাখার সম্ভাবনাই ছিল সবচেয়ে বেশি। কিন্তু বরাবরের মতোই
এবারেও বেশ চমক জাগানিয়া স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি। তাদের ঘোষিত ১৮ সদস্যের দলে জায়গা
মিলেছে ফখর জামানের। আরেক চমকের নাম ইমাম উল হক। ফখর জামানের মতোই বেশ লম্বা সময় ধরেই
জাতীয় দলে ইমাম ছিলেন উপেক্ষিত।
স্কোয়াড: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), বাবর আজম, তৈয়ব তাহির, ইরফান খান নিয়াজি, সুফিয়ান মুকিম, মোহাম্মদ হাসনাইন, আবদুল্লাহ শফিক, নাসিম শাহ, উসমান খান, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ, কামরান গুলাম, সালমান আলি আঘা, ইমাম উল হক, ফখর জামান, হাসিব উল্লাহ, আব্বাস আফ্রিদি।
প্রোটিয়া দলে নরকিয়া-এনগিদি
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকার জার্সিতে আর মাঠে নামা হয়নি আনরিখ নরকিয়ার। তবে অভিজ্ঞ এই পেসারকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। একই সঙ্গে চোট কাটিয়ে ফেরা আরেক পেসার লুঙ্গি এনগিদিকেও রাখা হয়েছে দলে। টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দলে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলা ১০ ক্রিকেটার আছেন চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে। তবে কুঁচকির ইনজুরি থেকে সেরে না ওঠায় রাখা হয়নি পেস অলরাউন্ডার জেরাল্ড কোয়ের্টজেকে।
স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, মার্কো ইয়ানসেন, হেনরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিদি, আনরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবরাইজ শামসি, ট্রিস্টান স্টাবস ও রাসি ফন ডার ডুসেন।
কামিন্সই অজিদের নেতৃত্বে
প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডকে নিয়ে অনিশ্চয়তার মধ্যেই বড় সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। দুজনকেই রাখা হয়েছে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক স্কোয়াডে। সদ্য সমাপ্ত বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রায় পুরোটা সময় গোড়ালির সমস্যায় ভুগতে হয়েছে কামিন্সকে। শিগগিরই তার গোড়ালিতে স্ক্যান করানো হবে। অন্যদিকে হ্যাজেলউড ভুগছেন পায়ের পেশির চোটে। এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি তিনি। তবে মারকাটারি আসরে এই দুই তারকার ওপরই আস্থা রাখছে দুইবারের চ্যাম্পিয়নস ট্রফিজয়ীরা।
স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, অ্যারন হার্ডি, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।
আফগান দলে ইব্রাহিম-গজনফর, নেই মুজিব
গোড়ালির চোটের কারণে ২০২৪ সালের জুন থেকে জাতীয় দলের বাইরে ইব্রাহিম
জাদরান। তবে এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন তিনি। প্রথমবার চ্যাম্পিয়নস ট্রফি খেলতে
যাওয়া আফগানিস্তানের স্কোয়াডে জায়গা পেয়েছেন এই টপ অর্ডার ব্যাটার। দলের সবচেয়ে বড়
চমক আল্লাহ মোহম্মদ গজনফর। জাতীয় দলের জার্সিতে এবারই প্রথম কোনো আইসিসি ইভেন্টে খেলার
জন্য ডাক পেয়েছেন এই রহস্যময় স্পিনার। এ ছাড়া হার্ডহিটার ব্যাটার সেদিকুল্লাহ আতালও
আছেন ১৫ সদস্যের স্কোয়াডে। তবে দলে নেই তারকা স্পিনার মুজিব উর রহমান।
স্কোয়াড : হাশমতুল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ, রহমানুল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, রশিদ খান, এএম গজানফর, নুর আহমেদ, ফজলহক ফারুকী, নাভিদ জাদরান ও ফরিদ আহমদ মালিক।